রেশ না কাটতেই আবারো বিনোদন জগতে নেমে এলো শোকের কালো ছায়া! হৃদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার (৬ মার্চ) কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘রানি রাসমণি’ সিরিয়ালের অভিনেতা অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। গুণী এই অভিনেতার মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করে পরিবার ও স্বজনদের সমবেদনা জানিয়েছেন তারকরাও।
ভারতীয় বাংলা টেলিভিশনের পাশাপাশি নাট্য জগতেও বিচরণ ছিল অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডাস্ট্রি তোতা নামেও পরিচিত ছিলেন তিনি।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে দোল উৎসব উপভোগ করার সময় এ দুঃসংবাদটি প্রকাশ্যে আসে। জানা গেছে, গত সোমবার হৃদরোগে আক্রান্ত হন অরিজিৎ। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
‘করুণাময়ী রানী রাসমণি’ ছাড়াও একাধিক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। অভিনয় দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিতে খুব বেশি সময় লাগেনি তার।