এ বছর হজ নিয়ে দেশে দেখা দিয়েছে বেশ অস্থিরতা। বিশেষ করে হজ যাত্রীদের জন্য এবার খরচ ধরা হয়েছে আগের থেকে প্রায় দ্বিগুন। আর এ কারণে অনেকেই যেতে পারছেন না হজে। এবার এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ব্যক্তিত্ব আসিফ নজরুল। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
ইচ্ছে আছে এবছর সস্ত্রীক হজে যাবো। কিন্তু এজন্য টাকা যোগাড় করতে কষ্ট হচ্ছে। আমি বুঝিনা হজের খরচ কেন প্রায় ৭ লাখ টাকা হবে জনপ্রতি? এই অস্বাভাবিক খরচ ধার্যের মূল কারন নাকি বিমানের টিকিটের উচ্চমূল্য। তাহলে তো আমাদের প্রশ্ন করতেই হবে হজযাত্রীদের থেকে তিনগুন হারে বিমানভাড়া কেন ধার্য করেছে বাংলাদেশ সরকার।
হজযাত্রা আমার সংবিধান বর্ণিত মৌলিক অধিকার (ধর্মপালনের স্বাধীনতা) । অযৌক্তিক হারে বিমান ভাড়া বাড়িয়ে এই অধিকার ভোগ করাকে অসম্ভব বা কষ্টসাধ্য করে তোলা সংবিধান বিরোধী। সাধারন যাত্রীদের তুলনায় হজ যাত্রীদের থেকে তিনগুন বিমানভাড়া আদায় সংবিধানে বর্ণিত সাম্যোর অধিকারেরও পরিপন্থি।
হজ ব্যবস্থাপনার লোকদের সাথে কথা বলে দেখেছি বিমানভাড়া না বাড়ালে হজের খরচ পাচ লাখের কম পড়বে। সরকারের কাছে এই দাবী আমাদের করতে হবে। বলতে হবে, সারাবছর বিমানের টাকা লুটপাটের মাসুল কেন তুলবে হবে হজযাত্রীদের পকেট থেকে?
কষ্ট করে হলেও হয়তো শেষ পর্যন্ত হজে যেতে পারবো আমি ইনশাআল্লাহ। কিন্তু যারা পারবেন না বাড়তি খরচের জন্য তাদের কি হবে? তাদের বুকভাঙ্গা কষ্ট অনুভব করার মতো কেউ কি নেই এই সরকারের ভেতর?
প্রসঙ্গত, এ বছর যে পরিমান হজ কোঠা রয়েছে তার প্রায় অর্ধেকই এখনো খালি। অতিরিক্ত বিমান ভাড়া আর প্যাকেজের দাম নিয়ে অনেকেই খাচ্ছেন হিমশিম। যার ফলে অনেকেরই এবার হজের স্বপ্ন পূরণ হচ্ছে না।