গত মঙ্গলবার (৭ মার্চ) ইতালির মাঝ আকাশে সামরিক দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বিমান দুটিতে থাকা দুই পাইলটই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে সংবাদমাধ্যম দ্য সানের খবরে বলা হয়, মঙ্গলবার মাঝ-আকাশে ইতালির বিমানবাহিনীর দুটি উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটিতেই আগুন ধরে যায়। একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে গুইডোনিয়ার রাস্তায় বিধ্বস্ত হয়; অন্যটি পাশের মাঠে পড়ে যায়।
ইতালীয় বিমান বাহিনী একটি বিবৃতিতে বলেছে যে ইউ-২০৮ দুটি প্রশিক্ষণ মিশনে ছিল যখন বিধ্বস্ত হয়েছিল। তাদের মধ্যে দুইজন পাইলট ছাড়া আর কোনো ক্রু ছিল না। দুর্ঘটনায় উভয় পাইলট নিহত হয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে।
তবে সঠিক কি কারণে এই দুই বিমান দুর্ঘটনা তা এখনো জানা সম্ভব হয়নি। তবে রহস্য প্রকাশে রীতিমতো কাজ চালিয়ে যাচ্চে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।