গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক কলেজ ছাত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন সুমন অধিকারী (২৬) নামে এক যুবক। সুমন ওই কলেজ ছাত্রীর শিক্ষক বলে জানা যায়। তবে এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর গত সোমবার (৬ মার্চ) রাতে ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে গেলে জনতার হাতে ধরা পড়েন তিনি। এ সময়ে ওই ছাত্রীকে বিয়ের কথা বললে তাতে অস্বীকৃতি জানান সুমন। এরপরই তার বিরুদ্ধে মামলায় দায়ের করেন ওই ছাত্রী।
ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিদারবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশ।
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত সুমন অধিকারীর সঙ্গে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার রাতে সুমন অধিকারী ওই ছাত্রের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ জনতা তাকে আটক করে।
এরপর তাকে বিয়ের কথা বললে তাতে নারাজ হন সুমন। এরপরই ওই ছাত্রী নিজে বাদী প্রেমিক সুমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আর এ মামলার আলোকে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।