বিগত প্রায় দেড় বছরেরও অধিক সময় ধরে মরণঘাতী ক্যান্সারে ভোগে অবশেষে গত সোমবার (৬ মার্চ) না ফেরার দেশে পাড়ি জমান বাংলা সিনেমার ছন্দের কারিগর মাসুম বাবুল। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৬৫ বছর। গুণী এই নক্ষত্রের হারানোর খবরে গোটা বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
তার মৃত্যুই নানা মাধ্যমে শোক প্রকাশ করছেন তারকারা।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন অভিনেতা জায়েদ খান। ছবিতে অভিনেতার সঙ্গে দেখা গেছে নৃত্য পরিচালক মাসুম বাবুলকে।
পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, এভাবে আর কখনো বাবা-ছেলে একসঙ্গে দাঁড়ানো হবে না, আর কেউ বলবে না আব্বা এভাবে দাঁড়া। কত স্মৃতি আর ঘটনা আপনার সাথে। এগুলো কোনোভাবেই ভুলে থাকা যাবে না। আপনাকে নিয়ে লিখতে গেলে লেখার শেষ হবে না। আপনি ছিলেন চলচ্চিত্রের অভিধান। আমার জীবনের একটি ছায়া সড়ে গেল। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক বাবা।
চার দশকের ক্যারিয়ারে মাসুম বাবুল ‘বেদের ময় জোসনা’, ‘কোটি টাকার কাবিন’, ‘বিক্ষোভ’সহ একাধিক ছবিতে নিত্য পরিচালনা করেন। তিনি ১৯৯৩ সালে ‘দোলা’, ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ এবং ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ সিনেমার জন্য নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এদিকে হঠাৎই তাকে হারিয়ে রীতিমতো শোকাহত ভক্ত-শুভাকাঙ্খীরাও। তার আত্মার শান্তি কামনা করে সবার কাছে দোয়াও চেয়েছেন তারা।