Wednesday , March 22 2023
Breaking News
Home / Entertainment / জয়াকে বিয়ের পর রেখার সঙ্গে প্রেম, ফাঁকা বাসায় হাতেনাতে ধরা পড়েন অমিতাভ বচ্চন

জয়াকে বিয়ের পর রেখার সঙ্গে প্রেম, ফাঁকা বাসায় হাতেনাতে ধরা পড়েন অমিতাভ বচ্চন

বলিউডের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক অমিতাভ বচ্চন। দীর্ধ ক্যারিয়ারে একাধিক ব্যবসাফল ‘সিনেমা’ উপহার দিয়ে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে আপনি কি জানেন- একদিন গোপনে
অভিনেত্রী রেখার সঙ্গে বন্ধুর ফাঁকা বাসায় গিয়ে হাতেনাতে ধরা পড়েন সবার প্রিয় এই অভিনেতা?

অমিতাভ বচ্চন এবং রেখার প্রেম কাহিনী বলিউডের এক অপূর্ণ ভালবাসার গল্প যা আজও মানুষের মুখে মুখে ফেরে। জয়া ভাদুড়িকে বিয়ে করার পরপরই অমিতাভ বচ্চন তার সহ অভিনেত্রী রেখার প্রেমে পড়েন। একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তারা। শুটিংয়ে একসঙ্গে সময় কাটানোর সঙ্গে সঙ্গে তারা আরও ঘনিষ্ঠ হয়।

‘দো আনজানে’-এর শুটিংয়ের সময় অমিতাভ ও রেখার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তবে প্রথমে কাউকে বুঝতে দেননি তাদের সম্পর্কের কথা। এরপর একটি ছবির সেটে রেখার সঙ্গে দুর্ব্যবহার করেন এক অভিনেতা। অমিতাভ সহ্য করতে পারেননি।

অমিতাভ প্রতিবাদ করলে তাদের সম্পর্কের কথা জানা যায়। এরপর বলিউড জুড়ে ছড়িয়ে পড়ে তাদের সম্পর্কের খবর। এমনকি তাদের সম্পর্ক ফাঁস করে দিয়েছেন সহ-অভিনেতা রঞ্জিত। জয়াকে লুকিয়ে রেখার সঙ্গে দেখা করতে বন্ধুর বাংলোয় গিয়েছিলেন অমিতাভ।

জয়াকে লুকিয়ে অমিতাভ এবং রেখা গোপন দেখা করতেন। তবে এই খবর বেশিদিন গোপন ছিল না। যদিও প্রথমে সবার নজর এড়াতেন তারা। এমনকি শুধুমাত্র অমিতাভের সঙ্গে দেখা করার জন্যই নিজের শুটিংয়ের সময় বদলে ফেলতেন রেখা। প্রথমবার বিষয়টি ফাঁস করলেন রঞ্জিত।

রঞ্জিত জানিয়েছেন, রেখার মূলত তাঁর ‘কারনামা’তে ছবিতে অভিনয় করার কথা ছিল। কিন্তু রেখা সকালে শুটিং করতে চেয়েছিলেন। অমিতাভের সঙ্গে দেখা করার জন্য সন্ধ্যেটা তিনি ফাঁকাই রাখতেন। রেখা নিজেই রঞ্জিতকে ফোন করেছিলেন এবং সকালে শ্যুট করার জন্য অনুরোধ করেছিলেন। তবে তা সম্ভব না হওয়ায় তিনি চলচ্চিত্র ছেড়ে দেন।

কিন্তু অবশেষে জানা গেল তাদের প্রেম। জয়াও খবরটা শুনেছেন। অমিতাভ ও রেখার রোমান্সের খবর শুনে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েন তিনি। অমিতাভের পরিবারের পক্ষ থেকে প্রবল আপত্তি ছিল। অমিতাভ সম্পূর্ণ ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। তিনি শেষ পর্যন্ত রেখার সাথে সম্পর্কের ইতি টানেন এবং ভবিষ্যতে আর কখনও রেখার সাথে কাজ করেননি।

উল্লেখ্য, ১৯৭৩ সালে দুই পরিবারের সদস্যের উপস্থিত জয়া ভাদুড়িয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অমিতাভ বচ্চন। দাম্পত্য জীবনে বেশ সুখেই রয়েছেন তারা।

About Rasel Khalifa

Check Also

জানা গেল, আরাভের জয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে কত সম্মানী পেয়েছিলেন হিরো আলম

হিরো আলম বাংলাদেশের বিনোদন জগতে ভিন্ন একটি নাম। তিনি বিনোদন জগত পেরিয়ে রাজনীতিটে নাম লিখিয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *