Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / অবশেষে ‘স্ক্যান্ডাল’ নিয়ে মুখ খুললেন ওমর সানী: এটা ষড়যন্ত্র, একজন ব্যবসায়ী এমনটা করতে পারেন না

অবশেষে ‘স্ক্যান্ডাল’ নিয়ে মুখ খুললেন ওমর সানী: এটা ষড়যন্ত্র, একজন ব্যবসায়ী এমনটা করতে পারেন না

সম্প্রতি সুলতান’স ডাইনের বিরুদ্ধে বিরিয়ানিতে ভিন্ন প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগ উঠায় রীতিমতো গোটা জেলাজুড়ে শুরু হয় ব্যাপক শোরগোল। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান ‘সুলতান’স ডাইন’ কর্তৃপক্ষ। তবে এদিকে এ নিয়ে মুখ খুললেন বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় ও আলোচিত অভিনেতা ওমর সানী।

নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এ দাবি করেন ঢাকাই চলচ্চিত্রের এ অভিনেতা।

ওমর সানী নিজেও একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। ‘চাপওয়ালা’ নামের একটি রেস্টুরেন্ট-এর একাধিক শাখা রয়েছে তাঁর। সানী মনে করেন, একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী কখনো এমনটা করতে পারেন না।

ফেসবুকে ওমর সানী লিখেছেন, সুলতান’স ডাইন, একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমি কখনো যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি।

এই ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে ওমর সানী বলেন, এটুকু বলতে পারি, একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। আমি মনে করি, একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান’স ডাইন। এই ধরনের হেনস্তাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্রবার। অভিনেতা বলেন, আমি কারো সাপোর্ট করব না, সত্যের পক্ষে আছি মিথ্যার বিপক্ষে। আল্লাহ হেফাজত করুন সবাইকে।

এদিকে সম্প্রতি সুলতান’স ডাইনের বিরুদ্ধে এই অভিযোগটি তুলেছিলেন কনক রহমান খান নামের এক ভোক্তা। যদিও এ অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন অনেকেই। তবে ইতিমধ্যেই এ বিষয়টি খতিয়ে দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

About Rasel Khalifa

Check Also

যাদের কাছে আমার ছবি রয়েছে, ডিলিট করে দেবেন: অভিনেত্রী মৌসুমী

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিনি সিনেমায় অভিনয়ের পর তাকে আর পেছেন ফিরে তাকাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *