দাম্পত্য কলহের জের ধরে দীর্ঘ ১৯ বছরের সাংসারিক জীবনের ইতি টানলেন ভারতীয় হিন্দি সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গি আত্রের। দেশটির এক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শুভাঙ্গি নিজেই। তবে গুণী এই অভিনেত্রীর বিচ্ছেদের খবরে রীতিমতো উদগ্রীপ ভক্ত-সাভাকাঙ্খীরাও।
শুভাঙ্গি আত্রে বলেন, ‘বিয়ের মূল ভিত্তি- পারস্পরিক সম্মান, সাহচার্য, বিশ্বাস এবং বন্ধুত্ব। আমরা আমাদের বিভেদ উপলদ্ধি করতে পেরেছি। কিন্তু সৃষ্ট মতানৈক্যর সমাধান করতে পারিনি। আমরা এক বছর ধরে আলাদা আছি। আমরা দুজনেই বিয়েটা বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া যাক।’
ডিভোর্সের সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না উল্লেখ করে শুভাঙ্গী বলেন, ‘এখনও খুব কঠিন। পরিবার আমার প্রথম অগ্রাধিকার। আমরা সবাই আমাদের চারপাশে পরিবার চাই। কিন্তু জীবনে এমন কিছু ক্ষতি আছে, যা কখনো পুষিয়ে নেওয়া যায় না। এত বছরের সম্পর্ক ভেঙে গেলে মানসিক চাপ তৈরি হবে। এই প্রভাব আমার উপর পড়েছিল। তারপরও আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছিল।
উল্লেখ্য, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ২০০৩ সালে পিয়ুষ নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহিত বন্ধনে আবধ্য হন শুভাঙ্গি আত্রে। তাদের ঘটে ১৭ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তবে বিচ্ছেদ হলেও মেয়ের দেখা শোনা তারা দুজনই করবেন বলে জানা গেছে।