বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ের পাশাপাশি দুর্দান্ত ‘বল’ করে সর্বদা মাতিয়ে রাখেন কোটি কোটি ক্রিকেট প্রেমী ভক্তদের। তবে মাঝে মধ্যেই মেজাজ হারিয়ে ভক্তদের উপর চোটে যেতেও দেখা যায় তাকে। আর এরই জের ধরে আবারও এক আলোচনার জন্ম দিয়েছেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে রাতে একটি ফ্যাশন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ উদ্বোধনীতে যান সাকিব। ফেসবুকে ভিডিও বার্তায় ইতিমধ্যেই এই খবর জানিয়েছিলেন টাইগার অধিনায়ক। তবে সেখানে গিয়েই বাধে বিপত্তি।
একটি ভিডিওতে দেখা যায়, ভক্ত-সমর্থকদের ভিড় সাকিবের কাছে এসেছে।
তাদের একজন সাকিবের মাথার ক্যাপ টেনে নেওয়ার চেষ্টা করেন। যে অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডকে পরাজিত করেছিল সেই দলের নেতৃত্ব দেওয়া অধিনায়ক এই ঘটনায় মেজাজ ধরে রাখতে পারেননি। মাথার ক্যাপ দিয়ে ওই সমর্থককে মারতে থাকেন তিনি। এরপর সাকিবকে গাড়িতে করে সেখান থেকে বের হতে দেখা যায়।
বাইশ গজে প্রতিপক্ষের ত্রাসের পাশাপাশি বিজ্ঞাপনের বাজারেও রয়েছে বিশ্বের সেরা এই অলরাউন্ডারের চাহিদা। এছাড়া তিনি মোবাইল কোম্পানি ওপ্পোসহ বিখ্যাত সব ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। আর তাই সারা বছরই তাকে ব্যস্ত থাকতে দেখা যায়।
ধরা যাক (বৃহস্পতিবার) ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়টা এসেছে কিছুক্ষণ আগে। মাঠের আনুষ্ঠানিকতা শেষে দলটি টিম হোটেলে বিশ্রাম চাইলে সাকিব ব্র্যান্ডের শোরুম উদ্বোধনে ছুটে যান।
আর সেখানে গিয়েই আলোচিত এই ঘটনার জন্ম দেন সাকিব। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ার পরপরই মুহূর্তেই ভাইরাল হতে দেখা গেছে।