আবারো নতুন এক বিতর্কটি ঘটনার জন্ম দিলেন বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। সম্প্রতি তিনি চট্টগ্রামে গিয়েছিলেন আর সেখানেই ঘটিয়েছেন এই ঘটনা। জানা গেছে সেখানে এক ভক্তকে ক্যাপ দিয়ে মেরেছেন তিনি। আর এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
বৃহস্পতিবার চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শেষ হওয়ার আগে বাণিজ্যিক প্রচারণায় নেমেছিলেন তিনি।
সেখানে এক ভক্ত সাকিবের মাথা থেকে ক্যাপ টেনে নেওয়ার চেষ্টা করেন। এমন ঘটনায় ওই ভক্তের ওপর ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
চট্টগ্রামে যেখানে শাকিব শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন, সেখানে পরিকল্পনার অভাব ছিল। এত বড় তারকাকে ঘিরে উৎসুক জনতার চাপ কীভাবে সামলাবেন তা আয়োজক সংস্থার অজানা ছিল।
বাইরে অপেক্ষায় শত শত সাকিব ভক্ত। মিডিয়া ছাড়াও ভেতরে ভিড় করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। তার মধ্যে অনেকের সেলফির চাহিদা মেটাতে হয়। নানা আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব।
টি-টোয়েন্টি সিরিজ জয়ের সম্ভাবনা এবং সেই সময়ের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন তিনি। বক্তব্য শেষে বিদায় জানাবেন সাকিব। নিরাপত্তারক্ষী থাকলেও ভিড়ের কারণে হাঁটা সহজ ছিল না।
গাড়িতে ওঠার ঠিক আগে মাথা থেকে ক্যাপটি টেনে নেওয়া হয়। তখনই মেজাজ হারিয়ে ফেলেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। এরপর সাকিব ভক্তের ওপর হামলা চালান। সেই টুপি দিয়েই ফ্যানকে মারতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনা।
প্রসঙ্গত, এ দিকে নিজের নৈপুণ্য দেখিয়ে গত টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে বধ করেছেন সাকিব আল হাসান আর তার নেতৃত্বাধীন দল। আগামী কাল সিরিজ জেতার মিশন এ আবারো ইংল্যান্ড এর বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্সরা।