Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / জুতাপেটা করা সেই অভিনেত্রীকেই শেষ পর্যন্ত বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা(ভিডিও)

জুতাপেটা করা সেই অভিনেত্রীকেই শেষ পর্যন্ত বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা(ভিডিও)

আবারো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সৎ ভাই অভিনেতা নরেশ। আর এটি এখন বিনোদন জগতের আলোচিত একটি বিষয়। অবশ্য ব্যক্তিগত জীবনে নরেশ এর আগেও বিয়ে করেছেন তিন বার।তবে কোনো স্ত্রীর সাথে তার সম্পর্ক টেকেনি বেশি দিন।বিশেষ করে তার তৃতীয় স্ত্রীর সাথে তার ছাড়া চারি হয়েছে কি না তা জানা যায়নি এখন।তবে দীর্ঘ দিন ধরে আলাদা থাকছেন তারা। এমনকি গুঞ্জন ছিল ঝগড়া করে নরেশকে জুতাপেটাও করেছিলেন পবিত্রা।

নরেশ বাবু কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল তারা গোপনে বিয়ে করেছেন। যদিও নরেশ-পবিত্রের দাবি, এই গুজব মিথ্যা। নরেশ বাবু এই বছরের শুরুতে পবিত্র লোকেশের সঙ্গে তাঁর বিয়ের ঘোষণা দেন। অবশেষে পবিত্রা লোকেশকে বিয়ে করলেন এই অভিনেতা।

নরেশ বাবু তার অফিসিয়াল টুইটারে বিয়ের ভিডিও প্রকাশ করেছেন। দেখা যায় নরেশ ও পবিত্রা একে অপরকে মালা পরাচ্ছেন। দুজনকে সাক্ষী হিসেবে অগ্নিকে নিয়ে সাতপাকে ঘুরে বেড়াতে দেখা যায়। জমকালো আয়োজনে বিয়ের আয়োজন করা হয়। যদিও অতিথি তালিকা ছোট। আর এই ভিডিওর ক্যাপশনে নরেশ লিখেছেন, ‘আমাদের নতুন জীবনের জন্য আপনাদের আশীর্বাদ কামনা করছি।’

বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নরেশ বাবু এবং পবিত্র লোকেশ শুক্রবার (১০ মার্চ) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

গত বছরের জুলাইয়ের শুরুতে মহীশূরের একটি আবাসিক হোটেলে নরেশ-পবিত্র একসঙ্গে ছিলেন। এই খবর পেয়ে নরেশের তৃতীয় স্ত্রী রমায়া পুলিশের সঙ্গে সেখানে হাজির হন। এখানেই শেষ নয়, নরেশ বাবুকে প্রকাশ্যে মারধর করা হয় রামায়। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়।

প্রসঙ্গত, পবিত্রা লোকেশ এর সিনেমার ক্যারিয়ার তিন দশকের। আর এই তিন দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। । ব্যক্তিগত জীবনে তিনি ঘর বাঁধেন সুচেন্দ্র প্রসাদের সঙ্গে। এই পরিবারে তার দুই সন্তান রয়েছে। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

About Rasel Khalifa

Check Also

পরকীয়ায় জন্ম এই জনপ্রিয় অভিনেত্রীর, তাই বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে অন্যায় মনে করে না

বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমাদের সমাজ ঘূর্ন চোখে দেখে। তবে এই অভিনেত্রী এই সম্পর্ককে অন্যায় মনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *