ভারতীয় হিন্দি সিনেমার নব্বইয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় ও সাড়া জাগানো অভিনেত্রীর আয়েশা ঝুলকা। সালমান খান, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। তবে অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনে ২০০৩ সালে বেশ জমকালো আয়োজনের মধ্যদিয়েই সমীর ভাশিরের সঙ্গে সাত পাকে বাধা পড়েন এই অভিনেত্রী। সেই ধরে দীর্ঘ ২০ বছর ধরে সংসার করছেন তিনি।
তবে দাম্পত্য জীবনের ২০ বছর কেটে গেলেও এখনও নিঃসন্তানই রয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি সেই কারণ জানালেন আয়েশা নিজেই।
এ অভিনেত্রী বলেন, আমি কখনোই বিয়ে করতে চাইনি। আমি সম্পর্কের উপর আস্থা হারিয়ে ফেলেছিলাম কারণ অতীতে কিছু সম্পর্কের অভিজ্ঞতা মোটেও ভাল ছিল না। বাড়িতে সিদ্ধান্তের কথা জানালে পরিবারও আপত্তি করেনি।
আয়েশা আরও বলেন, সমীরের সঙ্গে দেখা হওয়ার পর দুজনের মধ্যে রসায়ন ভালো। কিন্তু আমি কখনোই মা হতে চাইনি। আমি আমার জীবনে অনেক কঠিন সময় পার করেছি। আমার মা না হওয়ার সিদ্ধান্ত দু’জনে মিলেই নিয়েছি। আর এই নিয়ে কোনো মতবিরোধ নেই আমাদের মধ্যে। তবে বিয়ের পর নিজের ইচ্ছায় অভিনয় জগত ছেড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এদিকে দাম্পত্য জীবনের এতো গুলো বছর পেরিয়ে গেলেও বিন্দু মাত্র হতাশ নন আয়েশা। তিনি গুজরাটের এক গ্রামের ১৬০টি বাচ্চা দত্তক নিয়েছেন। তাদের লেখা পড়া থেকে শুরু করে সবদিক খেয়াল রাখেন তিনি।