Wednesday , March 22 2023
Breaking News
Home / Entertainment / দাম্পত্য কলহের রেশ কাটতেই স্বামীকে নিয়ে পরীমনির নতুন পোস্ট, ব্যাপক সাড়া ফেলল অনলাইনে

দাম্পত্য কলহের রেশ কাটতেই স্বামীকে নিয়ে পরীমনির নতুন পোস্ট, ব্যাপক সাড়া ফেলল অনলাইনে

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। গেল কয়েক মাস আগেই স্বামী রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও পরে রাজের ঘরেই ফিরে যান তিনি। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই রয়েছেন এই অভিনেত্রী।

এদিকে সন্তানের সঙ্গে ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন পরী ও তার স্বামী রাজ।

শুক্রবার (১০ মার্চ) ভোরে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে এ স্ট্যাটাস দেন পরী। এই দিনে রাজ-পরীর সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর সাত মাস পূর্ণ হয়েছে।

অর্থাৎ সাত মাস পর রাজ্য আট মাসে পা দিল।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আজ রাজ্যের ৭ মাস শেষ হয়ে ৮ মাসে পড়ল, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে রাজকে মেনশন করে লেখেন, রাজ্যের বাবা আর কতক্ষণ? আমরা কেক কাটব তো। হ্যালো……রাজ। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজিও।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই পোস্টে ইতিমধ্যেই ১২,০০০টি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদেড়। এমনকি অভিনেতা রাজও প্রতিক্রিয়া জানিয়ে কমেন্ট বক্সে লিখেছেন, কামিং।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর অনেকটা লুকিয়েই রাজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন চিত্রনায়িকা পরীমনি। এরপর গত বছর তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় ব্যাপক শোরগোল। যদিও এতে কান দেননি তারা।

About Rasel Khalifa

Check Also

এবার অস্ট্রেলিয়া থেকে ৩ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে, তবে কি বিপাকে শাকিব খান (ভিডিওসহ)

সম্প্রতি গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় জনপ্রিয় ও কিংবদন্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *