কলকাতার সিনেমার বর্তমান সময়ের অন্যতম বড় একটি নাম দেব। কলকাতার সিনেমার সুপারস্টারও বলা হয়ে থাকে তাকে। তবে সময়টা বেশ খারাপ যাচ্ছে তার। বেশ কিছু সিনেমা ফ্লপ হওয়ার পরে আবারো নতুন করে কাজ শুরু করলেও সেখানে পেয়েছেন বাধা বিপত্তি।জানা গেছে শুটিং করতে গিয়ে চোখে কাঁটা ফুটে গেছে তার।তবে অপারেশনের পর তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো।
অভিনেতা সম্প্রতি ‘বাঘা যতীন’-এর একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করার সময় তার বাম চোখে চোট পেয়েছেন। দেবের চোটের খবর আসার পর থেকেই তার ভক্তরা চিন্তিত। সবাই সোশ্যাল মিডিয়া জুড়ে তার দ্রুত আরোগ্য কামনা করছিল।
সবাইকে স্বস্তি দিয়ে দেব নিজেই জানিয়েছেন যে তিনি এখন ভালো আছেন।
‘বাঘা যতীন’-এর শুটিং স্টিল শেয়ার করে দেব লিখেছেন, ‘অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ। আমরা এই পূজায় সেরা সিনেমার অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। আশা করি, আমাদের পরিশ্রমের ফল বৃথা যাবে না। আপনি বাঘা যতীন পছন্দ করবেন। বাঘা যতীন আসছে ২০২৩ সালের পুজো।
সঙ্গম প্রতিধির প্রতিবেদনে বলা হয়েছে, ডাক্তারের পরামর্শে দেবকে চোখ ব্যান্ডেজ করতে হয়েছে। তবে দেবের হাসিমাখা মুখ দেখে অনুমান করা যায় তিনি এখন বেশ ভালো আছেন। সুস্থ হলে হয়তো আবার শুটিং শুরু করবেন।
দেব জানান, চোখের সাদা অংশে সামান্য আঘাত লেগেছে। তবে, অস্ত্রোপচার করে কাঁটা অপসারণ করা হয়েছে। ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছেন।
প্রসঙ্গত,এই লাভ ইউ সিনেমা থেকে তার উত্থান হয় টালিউডে। আর সেই থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের জায়গা একেবারে পাকাপোক্ত করে নিয়েছেন তিনি সিনেমাপ্রেমী মানুষদের মনে।