গত বৃহস্পতিবার (০৯ মার্চ) ভোরে নিজ বাস ভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউড জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৬৬ বছর। তবে তার মৃত্যুর মাত্র ২ দিন যেতে না যেতেই প্রকাশ্যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর এক তথ্য। যা নিয়ে রীতিমতো শুরু হয়েছে নানা আলোচনা।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রযোজকের মৃত্যু হয়েছে। কিন্তু যে খামারবাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন সেখান থেকে দিল্লি পুলিশ কিছু সন্দেহজনক ‘ওষুধ’ উদ্ধার করে।
মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ। এর ফলে দিল্লির সেই ফার্ম হাউসে অনুসন্ধান চালানো হয় যেখানে প্রয়াত প্রযোজক-অভিনেতা তার মৃত্যুর আগে পার্টি করেছিলেন।
দিল্লির এক শিল্পপতির ফার্ম হাউসে পার্টি চলছিল। পুলিশ আমন্ত্রিতদের তালিকাও দেখেছে। এ ঘটনায় একজন শিল্পপতিও জড়িত, যিনি একটি মামলায় ওয়ান্টেড।
প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
বুধবার দিল্লিতে পৌঁছেছেন সতীশ কৌশিক, তিনি তার বন্ধুদের সঙ্গে হোলি উদযাপন করতে সেখানে হাজির হন। সতীশ বিজবসানের ফার্ম হাউসে ছিলেন, সেখানে তিনি অসুস্থ বোধ করেন। গুরুগ্রামের ফোর্টিস হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে বলিউডের অন্যতম গুণী এই অভিনেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার অগণিত ভক্ত শুভাকাংখীরাও। তারা সকলেই তার আত্মার শান্তি কামনা করেন।