বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বর্তমান সময়ে অনেকটা স্থগিত হয়ে আছে। তবে তিনি দন্ডপ্রাপ্ত হওয়ার পর আর রাজনীতিতে সক্রিয় হতে দেখা যায়নি। এদিকে প্রধানমন্ত্রী এবার তার শিক্ষাজীবনের একটি তথ্য তুলে ধরেছেন। খালেদা জিয়া কোন কোন বিষয়ে পাস করবেন সে বিষয়টি নিয়ে ভিন্ন এক মন্তব্য করেছেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়া ম্যাট্রিকে শুধুমাত্র গণিত ও উর্দুতে পাস করেছেন। উর্দু পাকিস্তানি ভাষা, এটা তার খুব প্রিয়। আর অঙ্ক তো টাকা গোনা লাগে। এই দুইটি বিষয়ে পাস করলেও অন্য কোনোটিতে পাস করতে পারেননি।
শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন ম্যাট্রিক পাস। তাদের ছেলে একবার এই স্কুল ওই স্কুল, শেষে কী পাস করেছে, কেউ জানে না।’
এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে সার্কিট হাউস মাঠ থেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো: ইকরামুল হক টিটু, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও তৈয়বা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে খালেদা খানম পুতুল ছিলেন তৃতীয়। ১৯৬০ সালে তিনি সরকারি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরে দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হন। ১৯৫৯ সালে তিনি জিয়া উর-রহমানকে বিয়ে করেন, বাংলাদেশের এক সময়ে রাষ্ট্রপতি ছিলেন।