চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা এলাকার গোহালবাড়ী ইউনিয়নাধীন একটি গ্রামে বিয়ের দাবি নিয়ে একজন তরুনী প্রেমিকার বাড়িতে অনশন শুরু করেছেন। ঐ প্রেমিকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলেছেন ঐ প্রেমিকা। এ সময় প্রেমিকা তার প্রেমিকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তুলে জোরালোভাবে বিয়ের দাবি করলে প্রেমিক ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পা”লিয়ে যায়।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় ওই ইউনিয়নের বজরাটেক কানারহাট ড্রেনপাড়ার মো. আইনাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের বজরাটেক কানারহাট ড্রেনপাড়ার মো. আইনাস আলীর ছেলে মো. আশিক (২৫) ।
স্থানীয়রা জানান, একই ইউনিয়নের বজরাটেক মোন্নাপাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী বিয়ের দাবিতে শনিবার (১১ মার্চ) বিকেল পর্যন্ত ওই বাড়ির সামনে অনশন করে। কিন্তু শুক্রবার আশিক তার জামাইয়ের সাজে তার স্ত্রীকে আনতে বের হওয়ার সময় ঐ ছাত্রী হাজির হয়।
জানা যায়, শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় প্রেমিক আশিকের সঙ্গে অন্য মেয়ের বিয়ের খবর শুনে বিয়ের দাবি জানায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রী। পরে আশিক ও তার পরিবার বিয়েতে রাজি না হলে আত্মহ”ননের হু”/মকি দিলে আশিক ও তার পরিবার ঘরে তালা দিয়ে পালি”য়ে যায়। পরে ওই দিনই রাতে বাড়ি ফিরলেও শনিবার (১১ মার্চ) সকালে আবারও প্রেমিকের বাড়ির সামনে গিয়ে অনশনে বসেন।
অনশনে থাকা ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, গত দুই বছর ধরে আশিকের সঙ্গে প্রেমে সম্পর্ক চলছে। বিয়ের কথা বলে সে আমার সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে। শুক্রবার (১০ মার্চ) রাতে আরেক মেয়ের সঙ্গে আশিকের বিয়ে ঠিক হয়েছে বলে শুনেছি। তাই এখানে এসে তার পরিবারকে বিয়ের কথা জানালে তারা তা না শুনে আমাকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করি।
তিনি আরও বলেন, আশিক আমাকে নষ্ট করেছে। বিয়ের প্রলোভনে বেশ কয়েকবার শারীরিক মিলন করে। তাই সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহননের পথ বেছে নেব।
এ বিষয়ে প্রেমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত প্রেমিকের বাবা আইনাস আলী বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারেন না।
গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ বলেন, খবর শুনেছি। এ বিষয়ে উভয় পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. সেলিম রেজা চৌধুরী যিনি ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ঘটনার বিষয়ে বলেন, ঘটনাটি সম্পর্কে আমি জানতে পেরেছি। মেয়েটি যেহেতু প্রাপ্ত বয়স্ক। সেহেতু যদি এ বিষয়ে থানায় অভিযোগ করা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে, তবে এখনও কেউ অভিযোগ করেনি।