বাংলাদেশ সারা বিশ্বে ভ্রমণের জন্য বিখ্যাত। আর এই দেশের ভ্রমণের অন্যতম জনপ্রিয় একটি জায়গা হচ্ছে রাঙামাটির সাজেক ভ্যালি। বেশ কিছু বছর ধরে বাংলাদেশে এই স্থানটি আরো বেশি সমৃদ্ধ হচ্ছে পর্যটকদের হাত ধরে। কিন্তু এখানে প্রায় হয়ে থাকে রহস্যজনক অগ্নিকান্ড। এবার সেই ধরণের একটি অগ্নিকাণ্ডের সাক্ষী হলো দেশের তথ্য মন্ত্রী।
জানা গেছে রাঙামাটিতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সাজেক পর্যটন কেন্দ্রের কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের স্ত্রী সাজেকে অবস্থানকালে এই রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্র অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, গত ১৫ দিনে সাজেতে ৩টি রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত বাঘাইছড়ির সাংবাদিক ওমর ফারুক সুমন জানান, তথ্যমন্ত্রীর স্ত্রী সাজেকে ছুটিতে এসেছেন। বিষয়টি জানার পর আমরা বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সঙ্গে একযোগে দাঁড়িয়েছি। দুপুর সাড়ে ১২টার দিকে সাজেক পর্যটন কেন্দ্রের লুসাই হেরিটেজ কটেজের নিচে আগুন লাগে।
তিনি বলেন, কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা কুটিরের কাছে আসতে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নিরাপত্তা বাহিনী এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনার সময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তের নির্দেশ দিয়েছেন ইউএনও।
প্রসঙ্গত,এ দিকে এই অগিনকাণ্ডের ঘটনায় সে সময়ে বেশ আতঙ্ক ছড়িয়ে পরে সেখানে। সকলেই বেশ ভয় পেয়ে যায়। তবে এটা বেশি চিন্তার বিষয় নয় বলে জানিয়েছেন সেখানকার ঊর্ধ্বতনরা।বিশেষ করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি এলাকায় জুম চাষ হয়। সেই জমির আগাছা পরিষ্কার করতে কৃষকরা নিজেরাই জমিতে আগুন দেয়।