গত ২০২০ সালে বেশ ঘটে করেই প্রেমিক ও ব্যবসায়ী ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সারেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনের ছবি শেয়ার করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছিলেন তিনি। কিন্তু বাগদানের তিন বছরের সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
এই মাসের প্রথম দিনে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী। তিনি ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে এই দুঃসময়ে তার জন্য দোয়া ও আশীর্বাদ করার অনুরোধ জানান। তবে এরই মধ্যে এই কঠিন সময় কাটিয়ে উঠেছেন নায়িকা। বিচ্ছেদের পর তিনি বলেছিলেন, ‘ভালো আছি’।
ফারিয়ার খুব ব্যস্ত। বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা ও কলকাতার মধ্যে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ উপস্থাপন করেন তিনি। সেখানে গণমাধ্যমকে ফারিয়া জানান, গত এক মাসে পাঁচটি গানের শুটিং করেছেন তিনি। বাংলাদেশে অনম বিশ্বাস পরিচালিত ‘ফুটবল ৭১’ ছবির শুটিং করেছেন তিনি। এর মধ্যে তিনি কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ ছবির শুটিং করেছেন।
এদিকে টলিউডের রাজ চক্রবর্তীর ‘প্রলয়’-এর সিক্যুয়েল ‘আবার প্রলয়’-এর একটি গানে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। ফারিয়া জানান, এসব ব্যস্ততায় তিনি খুবই খুশি। এরই মধ্যে বিচ্ছেদের কারণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, “আসলে আমি আমার ভক্তদের বিষয়টি জানিয়েছি। আমার যা বলা উচিত ছিল তা বলেছি। এটাই যথেষ্ট। এখন আমি অনেক ভালো আছি।
তিনি বলেন, ‘আমি এত ভালো যে কেউ যদি আমাকে বলে, তুমি কি নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্য কিছু? আমি বলব, যতবারই জন্মেছি ততবারই নুসরাত ফারিয়া হয়ে জন্মাতে চাই। উত্তরে এটা স্পষ্ট হতে হবে যে আমি এখন ভালো আছি।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বড় পর্দায় প্রথমবারের মতো পা রেখেই কোটি ভক্তের মন জয় করে নেন নুসরাত ফারিয়া। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম।