সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই নিজেকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন সোফি মউরে নামে এক তরুণী। কিন্তু বিয়ের একদিন যেতে না যেতেই বিচ্ছেদ ঘটালেন তিনি। এতে নতুন করে আবারো নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
এদিকে গত ফেব্রুয়ারি মাসে সোফি মউরে নিজেই বিয়ের কথা জানান।সাদা বিয়ের পোশাক পরা একটি ছবি শেয়ার করেছেন তিনি।
সোফি স্প্যানিশ ভাষায় ছবির ক্যাপশন দিয়েছেন- আজকে আমার জীবনের সবচেয়ে বড় দিন! বিয়ের পোশাক কিনলাম, নিজের হাতে বিয়ের কেক বানালাম।
টুইটারে এই ছবি পোস্ট করার পরই শুরু হয় চর্চা। নেটিজেনরা সোফিকে অভিনন্দন জানালেও, অনেকে বলেছিল যে এটি প্রচারে থাকার একটি কৌশল।
তবে বিয়ের পরদিনই বিচ্ছেদের কথা ঘোষণা করেন সোফি। তিনি লেখেন, আমার বিবাহবিচ্ছেদ চাই। এক দিন আগেই আমি নিজেকে বিয়ে করেছি। তবে বিয়ে বিষয়টি আমি আর নিতে পারছি না!
আর এ তথ্য প্রকাশ্যে আসতেই রীতিমতো তাকে নিয়ে নানা ট্রল শুরু করেছেন নেটিজেনরা। এমনকি তাকে নানা প্রশ্নও ছুড়ে দিচ্ছেন অনেকেই।