Saturday , April 1 2023
Breaking News
Home / Entertainment / রাত-বিরাতে ছিল অবাধ যাতায়াত, এরপরও বিচ্ছেদ জনপ্রিয় অভিনেত্রীর

রাত-বিরাতে ছিল অবাধ যাতায়াত, এরপরও বিচ্ছেদ জনপ্রিয় অভিনেত্রীর

বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ক্যারিয়ারে একের পর এক সাড়া জাগানো সিনেমা উপহার দিয়ে জয় করে নিয়েছেন কোটি ভক্তের মন। তবে ব্যক্তিগত জীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন তিনি। তবে শেষমেষ টেকেনি একটাও।

এদিকে সর্বশেষ প্রেমবিচ্ছেদ হয়েছে বছর খানেক আগেই। তার পরও বলিউডের সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের পাশেই রয়েছেন তার সেই কমবয়সী প্রেমিক রোহমান শল। সম্প্রতি হার্ট অ্যাটাকের পরও সুস্মিতার পাশে রোহমানকে দেখা গেছে। কিছু দিন আগে, তাকে তার প্রাক্তন বান্ধবীকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চেক-আপের জন্য নিয়ে যেতে দেখা যায়।

এছাড়া অ্যাঞ্জিওপ্লাস্টির ১৫ দিন হওয়ার আগেই ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে শো স্টপার হয়ে হেঁটেছেন সুস্মিতা।। সেখানেও তাকে একা ফেলে যাননি রোহমান। অনুষ্ঠানের র‌্যাম্প ওয়াক থেকে ফেরার সময় সুস্মিতার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

সুস্মিতা সেন ২ শ মার্চ প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে দু’দিন আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল এবং স্টেন্ট করা হয়েছিল। এমন আকস্মিক খবরে সবাই হতবাক। সুস্মিতা জানান, তার একটি প্রধান ধমনী ৯৫ শতাংশ ব্লক হয়ে গেছে। তবে এনজিওপ্লাস্টির ৭ দিন পর চিকিৎসকদের অনুমতি নিয়ে ব্যায়াম শুরু করে কাজে ফিরে আসেন সুস্মিতা।

এই পুরো যাত্রায় তার প্রাক্তন প্রেমিক রোহমান শৌল সবসময় সুস্মিতার পাশে ছিলেন। চার বছর আগে কাজের মধ্য দিয়ে দেখা হয়েছিল এই অসম জুটির। সেখান থেকেই প্রেম আসে। সুস্মিতার বাড়িতে রাত-বিরাতে অবাধ যাতায়াত ছিল রোহমানের। নায়িকার দুই দত্তক কন্যার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। কিন্তু গত বছর সুস্মিতা-রোহমানের সম্পর্ক ভেঙে যায়।
তবে এটাই প্রথম নয়, ইতিপূর্বে একাধিক জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। তার প্রেমের তালিকায় রয়েছেন- অভিনেতা থেকে শুরু করে ব্যবসায়ীও। বর্তমানে দুই মেয়েকে নিয়েই সময় কাটছে তার।

About Rasel Khalifa

Check Also

ক্ষমা চাইলেন এই জনপ্রিয় অভিনেত্রী, সুর বদলানোয় মুখোমুখী হলেন হাজারও প্রশ্নের

উরফি জাভেদকে চেনে এমন মানুষ খুজে পাওয়া যাবে না। বিশেষ করে অদ্ভুত সব খোলামেলা পোষাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *