Saturday , April 1 2023
Breaking News
Home / Entertainment / শাকিব খানকে নিয়ে আবারো মুখ খুললেন বুবলী, বললেন শ্বশুর-শাশুড়িকে নিয়েও

শাকিব খানকে নিয়ে আবারো মুখ খুললেন বুবলী, বললেন শ্বশুর-শাশুড়িকে নিয়েও

ঢাকাই সিনেমার সুপারস্টার অভিনেতা শাকিব খান। তবে ভক্তের মাঝে ‘ঢালিউড কিং খান’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। তবে অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় থাকেন সংবাদ মাধ্যমের শিরোনামে।

এদিকে শাকিবের স্ত্রী ও অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলীর কাছে জানতে চাওয়া হয়-সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের সম্পর্ক কেমন? অভিনেত্রীর বলছেন, শেহজাদ তাঁর বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে।

এক আয়োজনে উপস্থিত হয়ে বুবলী বাবা-ছেলের সম্পর্ক প্রসঙ্গে বলেছেন, তিনি (সাকিব) সবসময় তার সন্তানদের জন্য সময় বের করার চেষ্টা করেন। শেহজাদের সঙ্গে সময় কাটাতে গিয়ে তিনি (সাকিব)ও তিন বছর বয়সী। তার বাবার সাথে, শেহজাদ ফুটবল খেলে, দাবা খেলে, ড্রাইভ করতে যায়, লুকোচুরি খেলে। আমি যখন তাদের দেখি, আমার মনে হয় আমি দুটি বাচ্চা দেখছি। শেহজাদ তার বাবার সঙ্গে সময় কাটাতে বেশি উপভোগ করেন।’

সন্তান কার মতো হয়েছে এমন প্রশ্নে বুবলীর উত্তর, ‘শেহজাদ তাঁর বাবার মত। আমি গল্প শুনেছি… পরিবারের সবাই বলে একদম মাসুদের মত, বাড়িতে উনাকে সবাই মাসুদ ডাকে।’

বুবলী আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো মনের মানুষ।

শেহজাদ খান বীরের সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে কথা বলতে গিয়ে বুবলী বলেন, ‘কার্টুন দেখার সময় অনেক সময় যখন আমাদের সিনেমার গান ইউটিউবে আসে, তখন সে ‘ড্যাডি-মাম্মি বলে চিৎকার করে। তখন আমি তাঁকে মা বলবে বাবা বলবে।’

উল্লেখ্য, একসঙ্গে কাজের সূত্র ধরে পরিচয় অতঃপর প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মাঝে। এরপর ২০১৮ সালে অনেকটা গোপনে শাকিবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বুবলী। তবে বর্তমানে তাদের সম্পর্ক আগের মতো নেই বলে মনে অনেকেই।

About Rasel Khalifa

Check Also

ক্ষমা চাইলেন এই জনপ্রিয় অভিনেত্রী, সুর বদলানোয় মুখোমুখী হলেন হাজারও প্রশ্নের

উরফি জাভেদকে চেনে এমন মানুষ খুজে পাওয়া যাবে না। বিশেষ করে অদ্ভুত সব খোলামেলা পোষাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *