গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সামান্য বিষয়কে কেন্দ্র করে গণপিটুনির শিকার হন অসিত মাজি (৪২) নামের এক ব্যক্তি। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। আর এরপরই ঘটে যায় আরো একটি মর্মান্তিক ঘটনা। জানা গেছে, অসিত মাজি নামে ওই ব্যক্তির মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির ভাবিরও মৃত্যু হয়েছে।
মৃতের নাম লক্ষ্মী মাজি (৪৭)। এমনটিই জানা গেছে দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারতের হাওড়ায় সোমেশ্বরের বাসিন্দা অসিত মাজি সাইকেলে বাড়ি ফিরছিলেন।ওই সময় এলাকার দুই যুবক রাস্তা অবরোধ করে বলে অভিযোগ। অসিতবাবু রাস্তা থেকে সরার জন্য সাইকেলের বেল বাজান বেশ কয়েকবার। এরপর তাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য এগোতেই অসিতবাবু সাইকেলের হ্যান্ডেল তাদের গায়ে লেগে যায়।। এ নিয়ে শুরু হয় মারামারি। এরপর দুই যুবক অসিতকে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে চলে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে ভেতরে ভারতে চোট যে গুরুতর তা শুক্রবার বোঝা গেল।
সেদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলেন। সেখানে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে অসিতবাবুর ভাবি লক্ষ্মী মাজি হৃদরোগে আক্রান্ত হন। তিনিও সঙ্গে সঙ্গে মারা যান।
এদিকে হঠাৎ করেই দুজনকে একসঙ্গে হারিয়ে শোকের কালো ছায়া নেমে এসেছে গোটা পরিবারের উপর। এখন তাদের একটাই দাবি, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি।