জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দীর্ঘ দুই বছরেরও অধিক সময় কারাভোগের পর শর্ত সাপেক্ষে জামিনে জেলের বাইরে রয়েছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ইতিমধ্যেই কয়েক ধাপে জামিন পেয়েছেন তিনি। আর এরই জের ধরে আবারো ৬ মাসের জামিন পেলেন খালেদা জিয়া।
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়ছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে। মতামতসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ২৪ মার্চ শেষ হবে।এমন পরিস্থিতিতে কিছুদিন আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদ বাড়ানো ও চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। .
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে দেশের বাইরে নেয়ার জন্য বেশ কয়েকবার আবেদন করা হলেও, তাতে সাড়া দেননি সরকার। পরিবর্তে দেশেই চিকিৎসা সেবা নিতে পারবেন তিনি।