Wednesday , March 22 2023
Breaking News
Home / Entertainment / আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, ভিডিওটি ছড়াবেন না: অপু বিশ্বাস (ভিডিও)

আপনাদের বোন হিসেবে অনুরোধ করবো, ভিডিওটি ছড়াবেন না: অপু বিশ্বাস (ভিডিও)

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নীরব হোসেন মাঝে মাঝে এক সাথে বিভিন্ন স্টেজ শোতে পারফরমেন্স করে থাকেন। তবে এই দুজন এবার একটি স্টেজ শো’তে পারফর্ম করতে গিয়ে বড় ধরনের লজ্জাকর পরিস্থিতিতে পড়ে গেলেন। যার কারনে অপু বিশ্বাস সবাইকে বিশেষ অনুরোধও জানান।

প্রতীক হাসানের ‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের সুরে মঞ্চ মাতান এই অভিনেতা ও অভিনেত্রী। গানের একপর্যায়ে নীরব অপুকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করে। আর এই সময়েই ঘটে যায় বিপত্তি।

ধপাস করেই এই অভিনেতা-অভিনেত্রী দু’জনই উল্টে পড়ে যান ।

দর্শকরা এর জন্য অপ্রস্তুত ছিল। তবে মঞ্চে অন্যদের সহায়তায় নিজেদেরকে সামলে বাকি পারফরম্যান্স শেষ করেন অপু ও নীরব।
ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদীতে। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই ঘটনার পর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার অনুরোধ করেন অপু বিশ্বাস। তিনি বললেন, ‘আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমার নিজের মানুষ। আমি একজন অভিনেত্রী এবং আপনার বোন হিসাবে অনুরোধ করছি, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কাটের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটা অবস্থান আছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীতভাবে অনুরোধ করছি, কেউ এই জায়গার ভিডিও ছাড়বেন না। ‘

একইভাবে নায়ক নীরব দর্শকদের উদ্দেশে বলেন, আমরা আসলে ভালোর চেয়ে খারাপ দেখাতে চাই, দেখতে চাই। আমি নতুন কিছু বলতে চাই না, পাগলকে না সাকো নাড়াতে যত মানা করা হয়, সেটা তারা আরো বেশি করে করে। আপনারা খুবই বিচক্ষণ এবং বিবেকবান মানুষ, আপনাদেরকে আর বলা লাগবে না, এটা আপনারা বুঝবেন।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যাবহারের কারনে দ্রুত ছড়িয়ে পড়ে যেকোনো ভিডিও বা কোনো তথ্য। অপু বিশ্বাস বিশেষ ভাবে অনুরোধ করলেও সেটি নিয়েও সংবাদ মাধ্যমগুলো ফলাও করে সংবাদ প্রকাশ করছে। তবে অনেক মিডিয়া তার এই অনুরোধ রাখলেও বেশিরভাগ মিডিয়া সেটিকে নিয়ে শিরোনাম করেছে।

About bisso Jit

Check Also

অভিনেত্রী পূজা চেরির আপত্তিকর ছবি ভাইরাল, অবশেষে মুখ খেললেন নিজেই (ভিডিওসহ)

গত মাস কয়েক আগেই জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ও অভিনেতা ফারহান আহমেদ জোভানের বেশকিছু আপত্তিকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *