সম্প্রতি গত কয়েকদিন আগেই চলন্ত গাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা ও ‘তেরে নাম’ ছবির পরিচালক সতীশ কৌশিক। তার মৃত্যুতে গোটা বিনোদন পাড়ায় বইছে শোকের ছায়া। হঠাৎই তার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
তার মাত্র দেড় দিন আগেই হোলির রঙে মেতে উঠেছিলেন সতীশ। ৭ মার্চ জুহুতে জানকি কুটিরে বলিউডের অন্য তারকাদের সঙ্গে পার্টি করেছিলেন অভিনেতা।
নিজের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। একদিন পর দিল্লিতে চলন্ত গাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বলিউড এখনও সতীশের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। এদিকে সতীশের ম্যানেজার ৮ মার্চ রাতের ঘটনা প্রকাশ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সতীশের ম্যানেজার সন্তোষ মারমান্তিক জানিয়েছেন সেই মুহূর্তের ঘটনা।
সন্তোষ জানান, হাসপাতালে যাওয়ার সময় গাড়িতে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সতীশের। সতীশ সন্তোষের কাঁধে মাথা রাখল। অভিনেতা বেঁচে থাকার জন্য এতটাই মরিয়া হয়েছিলেন যে তিনি বারবার ড্রাইভারকে বলেছিলেন, ‘আমাকে হাসপাতালে নিয়ে যাও।’ হোলির কারণে রাস্তা ফাঁকা থাকায় মাত্র আট মিনিটেই হাসপাতালে পৌঁছে যান তাঁরা। কিন্তু ততক্ষণে সতীশ জ্ঞান হারিয়ে ফেলেছে।
ম্যানেজারের কাঁধে মাথা রেখে সতীশ বলল, ‘সন্তোষ, আমি মরতে চাই না। আমাকে বাঁচাও। আমি বংশিকার (কন্যা) জন্য বাঁচতে চাই। কিন্তু মনে হচ্ছে বাঁচব না। শশী (স্ত্রী) আর বংশিকার খেয়াল রেখো। সতীশ কখন শেষ নিঃশ্বাস ফেলল সন্তোষ বুঝতেও পারেনি। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে অভিনেতা আর সাড়া দিচ্ছেন না। তিনি কয়েকবার ধাক্কা দিয়ে তাকে জাগানোর চেষ্টা করেছিলেন; কিন্তু সাড়া পাননি।
উল্লেখ্য, চলতি মাসের গত ৯ মার্চ ভোরে কোলে ঢোলে পড়েন সতীশ কৌশিক। তার মৃত্যুই গভীর শোক প্রকাশ করে পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভক্ত-শুভাকাঙ্খীসহ তারকাদের অনেকেই।