জোর করে অবসরে পাঠানো যেন একটি ট্রেন্ড এ পরিনিত হয়েছে সম্প্রতি সময়ে সরকারি খাতগুলোতে। আর এই ধারাবাহিকতায় এবার বাধ্যতামূলক অবসরের ফাঁদে পড়েছেন একজন নির্বাচন কর্মকর্তা। জানা গেছে বাংলাদেশ নির্বাচন কমিশন একজন নির্বাচন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসরে নেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
প্রসঙ্গত, মোস্তফা ফারুকের ক্যারিয়ার বেশ সুদীর্ঘ। তিনি ১৯৯৬ সালের জুন মাসে ইসির নিজস্ব কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ে যোগ দেন।