হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম এক নাম শ্যারন স্টোন। খুব অল্প সময়ের মধ্যেই পর্দায় নিজেকে সফল ভাবে মেলে ধরে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। তবে ক্যারিয়ারে একটা সময়ে চরম বিপত্তির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে! সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ১৬ সেকেন্ডের অশ্লীল দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ায় অভিনয়ের জন্য ছেলেকে নিজের কাছে রাখার অধিকার হারিয়ে ছিলেন তিনি।
২০০৪ সালে এ ঘটনায় মানসিকভাবে বেশ ভেঙে পড়েন তিনি। এমনকি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাকে। বর্তমানে তার সেই ছেলের বয়স ২২।
আমেরিকান পরিচালক পল ভেরহোভেনের সিনেমা ‘বেসিক ইনস্টিনক্ট’-এর ১৬ সেকেন্ডের দৃশ্যে, শ্যারনকে পুলিশ জিজ্ঞাসাবাদের সময় তার পা খোলা রেখে অন্যভাবে বসে থাকতে দেখা যায়। এ সময় তার নিম্নাঙ্গ উন্মুক্ত হয়। এমন সাহসী দৃশ্যে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে তাকে অনেক কষ্ট করতে হয়েছে।
শ্যারনের মতে, টেলিভিশনে এখন অনেক পোশাকহীন দৃশ্য দেখা যায়। কিন্তু সেই সময় আমি ক্যাথরিন ট্রামেল চরিত্রটি করে আমি আমার সন্তানের ভরণপোষণের অধিকার হারিয়েছিলাম। সিনেমার চরিত্র দিয়ে আমার অভিভাবকত্ব নির্ধারণের চেষ্টা করছি! বিচারক আমার সন্তানকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি জান তোমার মা অশ্লীল সিনেমায় কাজ করে? মানসিক যন্ত্রণা সামলাতে না পেরে চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলাম।
প্রসঙ্গত, দাম্পত্য কলহের জের ধরে ২০০৩ সালে বিচ্ছেদের আবেদন করেছিলেন হলিউডের অন্যতম আলোচিত এই অভিনেত্রী। এরপর ছেলেকে নিজের কাছে রাখার পূর্ণ অধিকার চেয়েছিলেন তিনি। কিন্তু তিনি তা থেকে বঞ্চিত হন।