Thursday , March 30 2023
Breaking News
Home / Countrywide / খালেদা জিয়া মেট্রিক ফেল-জিয়া পাশ,এটা সমস্যা না,সমস্যা তো আপনার সার্টিফিকেটে প্রধানমন্ত্রী:মুমতাজ

খালেদা জিয়া মেট্রিক ফেল-জিয়া পাশ,এটা সমস্যা না,সমস্যা তো আপনার সার্টিফিকেটে প্রধানমন্ত্রী:মুমতাজ

বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে নিয়ে বলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার রেশ যেন কাটছেই না। খালেদা জিয়া মেট্রিক ফেল। জিয়া পাশ, প্রধানমন্ত্রীর বলা এই কথার জবাব দিচ্ছেন অনেকেই। এবার এ নিয়ে একটি লেখনী লিখেছেন মুমতাজ উদ্দিন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু :-

“খালেদা জিয়া মেট্রিক ফেল। জিয়া পাশ। এটা তো সমস্যা না। জিয়া ঘোষণা দিয়েছেন। খালেদা তিন বার প্রধানমন্ত্রীও হয়েছেন। সমস্যা অন্য জায়গায়।

কিন্তু আমিও সমস্যায় পড়ে গেলাম! ১৯৭৯ আমার একটি সনদে লেখা DACCA কিন্তু ১৯৮২ আমার আরেকটি সনদে লেখা DHAKA! আমিও কি মেট্রিক ফেল?
😘

কারণ ১৯৭৩ সালে বা এর আগে ও ১৯৮২ পর্যন্ত ঢাকার ইংরেজি বানান লেখা হতো DACCA. ১৯৮২ সালের দিকে এরশাদ আইন করে বানান Dhaka করে দিয়েছিল।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস ১৯৭৫ সালে সনদ দিয়ে থাকলে University Dacca লেখা থাকতো, University of Dhaka নয়। নীলক্ষেতের কথা অবশ্য আলাদা।

প্রসঙ্গত, এ দিকে মুমতাজ উদ্দিনের দেয়া এই পোস্ট নিয়ে হচ্ছে তুমুল আলোচনা। ইতিমধ্যতে তার দেয়া এই পোস্ট শেয়ার করেছেন অনেকেই এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান।

About Rasel Khalifa

Check Also

আরাভ ডাক দিলেই দুবাই পাড়ি জমাতেন দেশের জনপ্রিয় অভিনেত্রী,করতেন অনৈতিক কাজ

আরাভ খানকে নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। একের পর এক সব নতুন তথ্য সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *