আজ সোমবার (১৩ মার্চ) ভারতের রাজধানী দিল্লি থেকে কাতারের দোহার উদেশ্যে উড্ডয়নের কিছুক্ষন পর মাঝ আকাশে এক যাত্রীর গুরুতর অসুস্থ হয়ে পড়ার খবরে পাকিস্তানের করাচিতে বিমানটিকে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। কিন্তু দূর্ভাগ্যবসত এরপরও বাঁচানো সম্ভব হয়নি ওই যাত্রীকে।
জরুরি অবতরণের পর করাচি বিমানবন্দরে মেডিকেল টিম ওই যাত্রীকে মৃত ঘোষণা করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইন্ডিগো এক বিবৃতিতে বলেছে, দিল্লি থেকে দোহা যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়া একজন যাত্রীকে অবতরণের পর বিমানবন্দরের মেডিকেল টিম মৃত ঘোষণা করেছিল। নিহত যাত্রী নাইজেরিয়ার নাগরিক।
এনডিটিভি বলছে, করাচিতে জরুরি অবতরণ করার পর যাত্রীকে মৃত ঘোষণা করার পর ফ্লাইটটি তার দেহ নিয়ে দিল্লিতে ফিরে আসে। অসুস্থ যাত্রীকে বাঁচাতে ইন্ডিগো বিমানটি করাচিতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়।
এদিকে ওই যাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ইন্ডিগো কর্তৃপক্ষ। একই সঙ্গে বিমানের যাত্রীদের নির্দিষ্ট গন্তব্য পাঠানো ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ইন্ডিগো।