ভারতীয় বাংলা সিনেমার বেশ জনপ্রিয় ও সুপরিচিত একজন অভিনেতা বনি সেনগুপ্ত। ২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেই ভক্তদের মাঝে তুমুল সাড়া পান তিনি। তবে সম্প্রতি ‘নিয়োগ দুর্নীতি’র ঘটনাকে কেন্দ্র সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন এই অভিনেতা। বলতে গেলে, নিয়োগ দুর্নীতিতে প্রথম কোনও অভিনেতাকে তলব করেছে ইডি।
দোলের পরেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করে কেন্দ্রীয় এই সংস্থা। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে যোগ রয়েছে বনির। এমনকি, কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল অভিনেতার মা পিয়া সেনগুপ্তও।কুন্তল ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) নির্বাচনে প্রচুর অর্থ ঢেলেছেন। সেই সাম্রাজ্যের সভাপতি হলেন অভিনেতা বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত। এ প্রসঙ্গে পিয়াও তার নিজের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু ছেলের পর আবারও আইনি জটিলতায় জড়িয়ে পড়েন তিনি। ইম্পা সভাপতির বিরুদ্ধে এবার হাইকোর্টে গেলেন টলিউড পরিচালক প্রযোজকরা।
ইম্পা হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের একটি সমিতি। এই সংস্থার নির্বাচন ২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। অভিযোগ করা হয়েছে যে কুন্তল নিজেই পিয়া নির্বাচনে জয়ী হয়েছিলেন। শোনা যায়, তিনি প্রচুর টাকাও খরচ করেছেন। তবে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের নাম আসেনি। এবার কুন্তলকে জেরা করতে গিয়ে বেরিয়ে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। যদিও পিয়ারের ভাষায়, “এটা সব গুজব!”
এ প্রসঙ্গে বনির মা আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘আমার খুব হাসি পাচ্ছে। খুবই নিম্নরুচির বিষয় এটা। দিনে দিনে বিষয়টা খুব সস্তা হয়ে যাচ্ছে। যিনি এই সংগঠনের সদস্য নন, তিনি কীভাবে টাকা ঢালবেন? এবং কেন? মিথ্যে বলা হচ্ছে।’
অন্যদিকে এই অভিনেতা ও তার মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় রীতিমতো ক্ষেপেছেন তারকাদের অনেকেই। হয়রানি করার উদ্দেশ্যেই এ অভিযোগ বলেও মন্তব্য করেছেন তারা।