সাধারণত সাঁতার কাটার আগে খালি গায়েও হতে পারেন পুরুষরা। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এমনটা বেমানান। তবে এবার সেই প্রথা ভেঙে বিরল এক দৃষ্টান্ত গড়লো জার্মানির রাজধানী বার্লিন। বিষয়টি অনেকটা অবাক করা হলেও বাস্তবেই এবার এমনটাই ঘোষণা দিয়েছে দেশটি।
সম্প্রতি বার্লিনের প্রশাসন জানিয়েছে, সাঁতার কাটতে ছেলেমেয়ে নির্বিশেষে সবাই ঊর্ধ্বাঙ্গে জামা না পরে পানিতে নামতে পারবে।
কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? জানা যায়, কয়েকদিন আগে বার্লিনের একটি পাবলিক পুলের সামনে এক মহিলা তার শরীরের উপরের অংশ উন্মুক্ত, অর্থাৎ টপলেস অবস্থায় গোসল করছিলেন। সেই দৃশ্য দেখা মাত্রই তাকে বের করে দেওয়া হয়।
মহিলা পরে প্রকাশ্যে লিঙ্গ বৈষম্যের অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেন। এমনকি অভিযোগ জানাতে সিনেট অফিসে গিয়েছিলেন। তিনি দাবি করেন, সাঁতার কাটার সময় পোশাক নির্বাচনের ক্ষেত্রে ছেলেদের সমান অধিকার থাকা উচিত মেয়েদের।
সেই মামলার পরই বার্লিন প্রশাসন এমন বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়। প্রকাশ্যে লিঙ্গ বৈষম্য স্বীকার করে, কর্তৃপক্ষ লিঙ্গ নির্বিশেষে প্রত্যেককে পোশাক ছাড়াই পুলে প্রবেশের অনুমতি দেয়। প্রশাসন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
স্বাভাবিকভাবেই, বার্লিনের মহিলারা এই সিদ্ধান্তে খুশি। কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, সরকারের এমন সিদ্ধান্তে তারা খুবই খুশি। তিনি দাবি করেন যে এটি আরও স্পষ্ট যে এখানে লিঙ্গ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে।
বিগত অনেকদিন ধরেই লিঙ্গ নির্বিশেষে লক্ষ্যে লড়াই করছিলেন জার্মানির নারীরা। আর অবশেষে সেই ইচ্ছা পূরণ হওয়ায় বেশ আনন্দিত তারা।