Tuesday , March 21 2023
Breaking News
Home / Countrywide / ২০১৮ বিতর্কিত নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত সত্যটা জানিয়েই দিলো নির্বাচন কমিশন

২০১৮ বিতর্কিত নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত সত্যটা জানিয়েই দিলো নির্বাচন কমিশন

বাংলাদেশের এখন পর্যন্ত যে কয়েকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সব থেকে সমালোচিত একটি নির্বাচন হচ্ছে একাদশ জাতীয় নির্বাচন। আর এই একাদশ জাতীয় নির্বাচন নিয়ে এখনো রয়েছে নানা ধরনের সমালোচনা। তবে এবার এ নিয়ে একটি সত্য কথা জানালেন বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়াল। স্বচ্ছতার অভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত হয়ে পড়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ।

সোমবার (১৩ মার্চ) দুপুরে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের পেশাগত কাজ করার নীতিমালা তৈরি করতে নির্বাচন কমিশনের সঙ্গে সাংবাদিকদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ও নির্বাচন কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গণমাধ্যম নির্বাচন কমিশনের প্রতিপক্ষ নয়। আগামী নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বাত্মক চেষ্টা করবে।

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় যাতে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক নির্বিঘ্নে চলতে পারে সেদিকে নজর দেওয়া হবে। সরকারকেও এ দিকে নজর দিতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে ও ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না।

প্রসঙ্গত, সিইসি নুরুল হুদার আমলে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় নির্বাচন। আর সেই থেকেই এই নির্বাচন নিয়ে একের পর এক কথা উঠছে এখনো। দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে আসন্ন হলেও এ নিয়ে যেন এখনো কাটছে না সমালোচনা।

About Rasel Khalifa

Check Also

প্রকাশ্যে সুন্দরী নারী দেখলে যা করতেন সেই আরাভ খান, বিয়ে করেছেন অন্তত ২০ জনকে

দুবাইয়ে অবস্থানরত পুলিশ কর্মকর্তানা মামুন ”’হ””ত্যা”’ মা’ম’লা’র আসামি আরাভ খানের বিরুদ্ধে রীতিমতো তদন্ত চালিয়ে যাচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *