দেখতে না দেখতেই আবারো দরজায় করা নাড়ছে পবিত্র মাহে রমজান। আর মাত্র কয়েকদিন পরেই রোজা। আর এরই আলোকে অন্যান্য বছরের মতো এবারেও অফিস সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। অফিস সকাল ৯টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
সোমবার (১৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান মন্ত্রী পরিষদের সচিব মো. মাহবুব হোসেন।
তিনি বলেন, ব্যাংক, বীমা, আদালত ও বেসরকারি প্রতিষ্ঠান নিজেদের সুবিধা অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করবে।
পবিত্র রমজান মাসকে সামনে রেখে মন্ত্রিসভার এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন কর্মচারীরা।