ভারতীয় সিনেমা জগতে একটি অনবদ্য সৃষ্টি ‘আরআরআর’ আর এই ছবিটি বিশ্বমঞ্চ মাতিয়ে তুলেছে। আর এই ছবির যে গানটি অস্কার লাভ করেছে সেটি হলো ‘নাটু নাটু। গানটি আরো বেশ কয়েকটি পুরষ্কার জিতে নিয়েছে। ইতিমধ্যেই ‘গোল্ডেন গ্লোব’ এবং ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছে ‘নাটু নাটু’ গানটি (Natu Natu Song)। তাই এই গানটি একটি বিশেষ জায়গা করে নিলো ভারতের বিনোদন জগতের ইতিহাসে।
এই গানটি সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতেছে। এই ছবিটি আন্তর্জাতিক মঞ্চে ভারতকে গর্বিত করেছে।
কিন্তু এই গানের পেছনের গল্পটা অনেকেরই অজানা। ঐতিহাসিক চলচ্চিত্র ‘আরআরআর’-এর বিখ্যাত গানটির শুটিং হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাসভবনে। কিন্তু সেখানে শুটিংয়ের অনুমতি পেল কী করে?
পেছনে রাজপ্রাসাদ, সামনে সবুজ ঘাসের গালিচা। বিরাট সেই বাগানে নাচছেন জুনিয়র এনটিআর ও রামচরণ।
সেই রাজপ্রাসাদ দেখে অনেকেই ভেবেছিলেন এটা ভারতের কোনো জায়গা নয়। একেবারে সঠিক ধারণা। এটি ইউক্রেনের প্রেসিডেন্টের বাড়ি।
যদিও এই মুহূর্তে যু”দ্ধবি”/ধ্বস্ত ইউক্রেন। দেশের একটা বড় অংশ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
তবে এসএস রাজামৌলির দল যু”’দ্ধ শুরুর কয়েকদিন আগে শুটিংয়ের অনুমতি পায়। ২০২১ সালে, কিয়েভের মেরেনস্কি প্যালেস অর্থাৎ প্রেসিডেন্টের বাসভবনে শুটিং করা অনুমতি মিলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কারণেই।
ইউক্রেনের প্রেসিডেন্ট রাজনীতিতে আসার আগে একজন পেশাদার অভিনেতা ছিলেন। যে কারণে ভারতীয় ছবির শুটিংয়ের প্রস্তাব ফিরিয়ে দেননি জেলেনস্কি।
‘আরআরআর’ সিনেমার নাটু নাটু গানটির শুটিং শেষ হওয়ার কয়েক দিন পর ইউক্রেনের চিত্র বদলে যেতে শুরু করে। রাশিয়া-ইউক্রেনের মাঝে শুরু হয় সং”ঘাত। এরপর জেলেনস্কির বাড়ি ও এর আশপাশের এলাকা নিষিদ্ধ করে দেওয়া হয় পর্যটকদের দর্শনের জন্য। এখনও চলছে দেশটিতে সংঘাত।