Tuesday , March 21 2023
Breaking News
Home / Entertainment / নায়ক রাজ রাজ্জাক বেঁচে নাই,থাকলে আমাদেরকে থাপড়াতেন:ওমর সানি

নায়ক রাজ রাজ্জাক বেঁচে নাই,থাকলে আমাদেরকে থাপড়াতেন:ওমর সানি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে তিনি মাঝেমধ্যেই ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে কথা বলেন। এছাড়া অভিনেতাকে ইন্ডাস্ট্রির বর্তমান বিষয় নিয়েও কথা বলতে দেখা যায়। সম্প্রতি এই নায়ক তার ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে প্রশ্ন রাখেন, দেশে কি শিল্পীর এমন অভাব আছে যে দুটি গরু-ছাগল মঞ্চে দেখতে হয়?

গত রবিবার (১২ মার্চ) দিবাগত রাত ১২টায় ফেসবুকে ওমর সানীর দেয়া পোস্টটি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো হুবহু:-

আমাদের দেশে শিল্পীর এতই অভাব।??যে মঞ্চে দুই এক জন গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়।দালালি চামচামি এগুলি করলেই পারফরম্যান্স করা যায়।আর শিল্পী সবাই হতে পারে না রে, সবাই হলে তো হয়েছিল ।যারা সিলেকশনে আছেন তারাই চায় না বাংলা চলচ্চিত্র দর্শক দেখুক।যাক নায়ক রাজ রাজ্জাক (আঙ্কেল) বেচে নাই তাহলে আমাদেরকে থাপড়াতেন।

প্রসঙ্গত, গেলো বেশ কিছু দিন আগে স্টেজে পারফরম্যান্সের সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নায়ক নিরব। আর সেই ঘটনার ভিডিও বাতাসের গতিতে ছড়িয়ে পরে দেশের সোশ্যাল মিডিয়াতে। আর সেই ভিডিও নিয়ে হচ্ছে বিভিন্ন ট্রল। বিশেষ করে দেশের নায়ক নায়িকাদের ফিটনেস নিয়ে কথা বলছে সকলেই। তবে এই বিষয়টি নিয়ে নায়ক নীরব বলেছেন ‘এটা আমার দোষ না এটা স্টেজের দোষ।

About Rasel Khalifa

Check Also

বিয়ে প্রসঙ্গে এবার ঢাকাই নায়িকা সুবাহর স্টাটাস, সাড়া ফেললো অনলাইনে

সুবাহ এবার তার বিয়ে প্রশঙ্গে এবং তার মেয়ের মত বোনের সম্পর্কে একটি স্টাটাস করেছেন সামাজিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *