Tuesday , March 21 2023
Breaking News
Home / Countrywide / ‘সুলতান’স ডাইন খুব সহিহ ব্যবসা এটা ভাবার কোনো কারণ নাই’,এবার মুখ খুললেন রুমিন ফারহানা

‘সুলতান’স ডাইন খুব সহিহ ব্যবসা এটা ভাবার কোনো কারণ নাই’,এবার মুখ খুললেন রুমিন ফারহানা

বাংলাদেশের বর্তমান সময়ের টক অব দা টাউনে পরিনিত হয়েছে একটি বিষয় আর সেই বিষয়টি হলো দেশের একটি জনপ্রিয় একটি রেস্টুরেন্ট যার নাম সুলতান’স ডাইন। কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংসের পরিবর্তে অন্য প্রাণীর মাংস পরিবেশনের অভিযোগের পর অভিজাত রেস্টুরেন্ট সুলতানস ডাইন সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। সারা দেশে এ নিয়ে হচ্ছে ট্রল।

বিশেষ করে এই সমালোচনান্তে সব শ্রেণি-পেশার মানুষ ইতিমধ্যেই অংশ নিয়েছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা শনিবার (১১ মার্চ) ফেসবুকে সুলতানের ডাইনের কাচ্চি বিরিয়ানি নিয়ে তার মতামত জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন।

বিএনপির এক নেতা বলেন, সুলতানের ডিনার নিয়ে অনেক কথা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এ নিয়ে কিছু বলব না। কারণ, আমি কখনো সুলতানের খাবারে যাইনি, খাইনি। কিন্তু পরে মনে হলো ফেসবুকে তর্ক বা ট্রল ছাড়া আরও কিছু আছে। আমরা এখন যে কোনও বিষয়ে ট্রোল করি। ট্রলের বাইরে কিছু রাখিনি। তিনি আরও বলেন, ফেসবুকে সুলতানের ডাইন নিয়ে যে ট্রল চলছে তাতে সবাই অংশ নিচ্ছেন। নির্বাচনের সময়ও আমরা ‘খুশিতে থেলা ঘোরতে’ কথাটি নিয়ে ট্রল করতে দেখেছি। একজন ভোটার যিনি ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন, যিনি আসলে একটি মিথ্যা লাইনে দাঁড়িয়েছেন।’

বিএনপির এই নেতা আরও বলেন, “আমরা সাধারণ নাগরিক হিসেবে মনেপ্রাণে বিশ্বাস করি, সরকারি সংস্থাগুলো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। ভোক্তা অধিকার অধিদপ্তর কি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে? আমরা কী খাচ্ছি এবং ভেজাল খাচ্ছি তা নিয়ে সংবাদের পর সংবাদ। আমাদের খাবার প্রেসে ঢেলে দিচ্ছে।কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা কি শুনেছি?উল্টে দেখা গেছে যে ভেজাল চলছে,সেই ভেজাল চলছে।এতে সাধারণ মানুষের কিছু করার নেই।

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘সুলতানে কুকুর-বিড়ালের মাংস দেয়া হয় কি হয় না, সেই আলোচনায় যাব না। কারণ আমি জানি না। কিন্তু এটাকে স্বতঃসিদ্ধ ধরে নিয়ে তর্ক করছি, ট্রল করছি। অনেকেই এই বিষয়টি মনেপ্রাণে বিশ্বাস করেন, সেখানে কুকুর বা বিড়ালের মাংস দেওয়া হয়। যারা বিশ্বাস করে তাদেরকেও আমি দোষ দিতে পারি না। কারণ, এত ভেজালের মধ্যে সুলতানস ডাইন খুব ভালো ব্যবসা করছে, সেটাও ভাবার কোনো কারণ নেই। আমরা অনেক নামিদামি কোম্পানিতে নকল বিক্রি হতে দেখেছি। শুধু ভেজাল খাবার নয়, ভেজাল প্রসাধনী, ভেজাল ওষুধ, ভেজাল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। তাই চারপাশে ভেজাল দেখতে দেখতে এতগুলো বছর কাটিয়ে দিলাম। এটা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের, আমরা এটা ভুলে যাচ্ছি।

প্রসঙ্গত, এ দিকে গতকাল ভোক্তা অধিকার তাদের মতামত দিয়ে দিয়েছে সুলতান’স ডাইন নিয়ে।তারা জানিয়েছে সুলতান’স ডাইনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীত ভাবেও প্রমাণিত হয়নি আর এই কারণে তাদের এই মামলা থেকে অব্যাহতি দেয়া যেতে পারে।

About Rasel Khalifa

Check Also

প্রকাশ্যে সুন্দরী নারী দেখলে যা করতেন সেই আরাভ খান, বিয়ে করেছেন অন্তত ২০ জনকে

দুবাইয়ে অবস্থানরত পুলিশ কর্মকর্তানা মামুন ”’হ””ত্যা”’ মা’ম’লা’র আসামি আরাভ খানের বিরুদ্ধে রীতিমতো তদন্ত চালিয়ে যাচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *