Saturday , April 1 2023
Breaking News
Home / Entertainment / ফাইভ স্টার হোটেলে গিয়ে কোমরে ব্যথা মেহজাবীনের, প্রকাশ্যে গোপন খবর

ফাইভ স্টার হোটেলে গিয়ে কোমরে ব্যথা মেহজাবীনের, প্রকাশ্যে গোপন খবর

পড়ে যাওয়া যেন আলোচনা সমালোচনা থামছেই না সারা দেশে।সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা সকলেই এই পড়ে যাওয়া নিয়ে এখন করছেন নানা ধরণের মন্তব্য। এবার এই তালিকায় নিজের নাম লেখালেন বাংলা নাটকের বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় নাম মেহজাবিন চৌধুরী। এ নিয়ে সম্প্রতি তিনি দিয়েছেন একটি স্ট্যাটাস। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরেছেন হুবহু :-

জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে:

১.ক্লাস সিক্সে ক্লাসেরুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০/৫০ জন ক্লাসমেট সহ টিচার , সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।

২.একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে buffet খাচ্ছিলাম। আশেপাশে কম করে হলেও ২০০ লোকজন। buffet table থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবার সহ আমি ফ্লোরে।

৩. আরেকটি ছিল ভয়ংকর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি.. সিঁড়ি থেকে নামছিলাম ফোন এ texting করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচন্ড ব্যাথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারতো কিন্তু পড়লো আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় texting করবো না, কসম কাটলাম।

৪. আর সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো “ঝামেলা”। প্রায় প্রতিদিনই পড়ি।

আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে ।

প্রসঙ্গত, গেল বেশ কিছু দিন আগে একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস এবং অভিনেতা নীরব। এ সময়ে অভিনেতা নীরব কোলে তুলে নিতে যান অপু বিশ্বাসকে আর ঠিক সেই সময়ে মাটিতে পড়ে যান দুই জনই। এরপর থেকেই শুরু এ নিয়ে নানা ধরনের ট্রল আর সমালোচনা।

About Rasel Khalifa

Check Also

ক্ষমা চাইলেন এই জনপ্রিয় অভিনেত্রী, সুর বদলানোয় মুখোমুখী হলেন হাজারও প্রশ্নের

উরফি জাভেদকে চেনে এমন মানুষ খুজে পাওয়া যাবে না। বিশেষ করে অদ্ভুত সব খোলামেলা পোষাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *