চলতি মাসের গত ১১ মার্চ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার একটি গ্রামে আয়োজিত এক যাত্রা মঞ্চে অভিনয় চলাকালীন গুণী এক অভিনেতার মৃত্যুর ঘটনায় গোটা গ্রাম-জুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া। তার এ অকাল মৃত্যু যেন কোনো ভাবেই মেনে নিতে পারছে না কেউই।
স্থানীয় সূত্রে জানা গেছে, নায়কের ভাইয়ের ভূমিকায় ছিলেন হাসেম আলী সরকার নামে এক যাত্রাকর্মী। তার চরিত্র ছিল হতভাগ্য কৃষকের। যাত্রার সময় এক মর্মান্তিক দৃশ্যে সংলাপ বলতে গিয়ে হঠাৎ মঞ্চে পড়ে যান তিনি। তখন দর্শক-অভিনেতাসহ সবাই ভেবেছিলেন হাসেম আলী অভিনয় চালিয়ে যাচ্ছেন। অনেকক্ষণ পর সহকর্মীরা তাকে উঠানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাশেম আলী দীর্ঘদিন ধরে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য যাত্রাপালায় অভিনয় করছেন বলেও জানা গেছে। গত শনিবার রাতে নন্দীনামধু এলাকায় ‘আলম্মালার প্রেম’ নামে একটি যাত্রাপালা অনুষ্ঠিত হয়।
এ সময়ে মঞ্চে অভিনয় চলাকালীন হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দূর্ভাগ্যবসত সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই অভিনেতা।