সম্প্রতি গত কয়েকিদন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ও সাড়া জাগানো অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এর কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছিলেন তিনি। তবে সেই ঘটনা রেশ কাটতে না কাটতেই আবারো হাসপাতালে ভর্তি হতে হলো গুণী এই অভিনেত্রীকে।
অভিনেত্রী নিজেই সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভারতের চেন্নাই থেকে অসুস্থতার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট থেকে বোঝা যাচ্ছে তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।
নাদিয়া লেখেন, ‘সে সব পরিস্থিতিতে আমাকে একা ছেড়ে যায় না। আমার প্রিয় আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ।’ তবে তার অসুস্থতার কারণ এখনো জানা যায়নি।
এর আগে ১৭ জানুয়ারি রাতে পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হয় নাদিয়াকে। হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি ফেসবুকে পোস্ট করে নাদিয়া বলেন, “হঠাৎ গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হলো। এ জন্য আপাতত সব ধরনের শুটিং থেকে বিরতি নিচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য।
শুরুতে মডেলিংয়ের মধ্যদিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন নাদিয়া। এরপর ধীরে ধীরে ধারাবাহিকে অভিনয়
শুরু করেন তিনি। বর্তমানে তার ঝুলিতে রয়েছে বেশকিছু জনপ্রিয় নাটক।