Tuesday , March 21 2023
Breaking News
Home / Sports / ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলছে না পাকিস্তান, জানা গেলো কারন

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলছে না পাকিস্তান, জানা গেলো কারন

এ বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে বড় আসর ক্রিকেট বিশ্বকাপ। তবে এর মধ্যেই এই টুর্নামেন্ট নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু সংশয়।জানা গেছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ নিয়ে সংশয় রয়েছে পাকিস্তানের। বিশ্বকাপের আগে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। যেখানে ভারত দল পাঠাতে রাজি নয়। আর ভারত পাকিস্তানে না গেলে পাকিস্তান ভারতে আসবে না বলে পাল্টা হুমকি দেওয়া হয়।

তবে এই সমস্যার সমাধানের গুজব রয়েছে। জানা গেছে, নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আর পাকিস্তানও ভারতে যাবে বিশ্বকাপ খেলতে।

তবে এত সহজে বিষয়টি নিষ্পত্তি হচ্ছে না বলে আভাস পাওয়া যাচ্ছে। এবার পাল্টা হুমকি হিসেবে নয়, ভারতে দল পাঠাতে রাজি নয় পাকিস্তান।

এবারের বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে অনাপত্তিপত্র দেবে না দেশটির সরকার। রোববার এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।

উল্লেখ করা হয়েছে যে পাকিস্তান সরকার মনে করে যে তাদের ক্রিকেট দল ভারতে খেলার সময় পর্যাপ্ত নিরাপত্তা নাও পেতে পারে। এ কারণে তারা অনাপত্তিপত্র দিতে রাজি হননি। তাতেই পেন্ডুলামে ঝুলে গেল ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ।

দেশটির সরকার মনে করে যে ভারতে মুসলমানদের বিরুদ্ধে বর্তমান নৃশংসতা এবং হিন্দু চরমপন্থীদের দ্বারা মুসলিম জনসংখ্যাকে কোণঠাসা করার কারণে সফরটি পাকিস্তান দলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে।

পাকিস্তান সরকারের একজন কর্মকর্তা, যিনি তার নাম প্রকাশ করেননি, বলেছেন, “ভারতে মুসলিমরা বর্তমানে নৃশংস অত্যাচারের শিকার হচ্ছে। বিশেষ করে চরমপন্থী হিন্দুরা মুসলিম সম্প্রদায়ের উপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতন করছে। তারা এমন কিছু নেই যা তারা ছড়িয়ে দিতে পারে না। মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা।এমন সময়ে আমরা আমাদের ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে যেতে দিতে পারি না।

এছাড়া পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আমাদের উদ্বেগ রয়েছে। তাই আমরা আমাদের ক্রিকেট দলকে সেখানে খেলতে দিতে পারি না।’ তবে ক্রিকেট বোদ্ধারা মনে করছেন এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের বিষয়ে ভারত যেমন ঢিল মেরেছিল। তার জবাবে পাকিস্তান পাটকেল ছুড়লো।

প্রসঙ্গত, এ দিকে বিশ্বকাপের আর বেশি দিন নেই বাকি। এরই মধ্যে বিশ্বের সব বড় বড় দলগুলো শুরু করেছে নিজেদের গুছিয়ে নিতে। বসে নেই বাংলাদেশও। বিশ্বকাপের প্রুস্তুতি হিসেবে ইতিমধ্যে বেশ কয়েকটি সিরিজ খেলে ফেলছে টিম বাংলাদেশ।

About Rasel Khalifa

Check Also

এবার ওবায়দুল কাদেরের মত অবস্থা হলো ব্যারিস্টার সুমনের

বিগত বেশ কিছু দিন আগে ওবায়দুল কাদের স্টেজ ভেঙ্গে পড়ে যায়। যে ঘটনা নিয়ে অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *