বলিউড ‘ভাইজান’ খ্যাত তারকা সালমান খান। যিনি অভিনয়ের পাশাপাশি গান গেয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ভক্ত-শুভাকাঙ্খীদের মাঝে। তবে সম্প্রতি এক অদ্ভুত আবদার করে রীতিমতো সংবাদ মাধ্যকের শিরোনাম হলেন তিনি। জানা গেল, এবার নিজের পশ্চাৎদেশে নিজেই কামড় খেতে চাইলেন তিনি!
বলিউডের ভাইজান বলে কথা তাঁর ভাব গতিক বোঝা তো আর মুখের কথা নয়। এ বার সালমানের নতুন দাবি।
নিজের পশ্চাৎদেশে কামড়াতে জোর করেন ভাইজান অন্য এক অভিনেতাকে। নাছোড় সালমানের কথায়, ‘‘কামড় খেলে পশ্চাৎদেশেই খাব, হাতে কামড় খাওয়ার ইচ্ছে নেই।’’ অভিনেতার এমন বেয়ারা আবদারই বা করলেন কোন অভিনেতা কে?
অভিনেতা বরুণ ধাওয়ানকে খুব শীঘ্রই নেকড়ের ভূমিকায় দেখা যাবে। বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত ‘ভেরিয়া’। এক নেকড়ের কামড়েই বরুণের এই রূপান্তর দেখা যাবে ছবিতে।
সম্প্রতি বরুণ ও কৃতি ভেরিয়া ছবির প্রচারে বিগ বসের মঞ্চে এসেছিলেন। ছবির গল্প শোনার পর অভিনেতা বরুণ ধাওয়ানকে প্রশ্ন করেন সালমান। তিনি বললেন, ‘‘আমার পশ্চাৎদেশে তুমি কামড়ে দাও দেখি,’’ বরুণ অবশ্য বলেন, ‘‘আমি কামড়ালে হাতে কামড় বসাব।’’ বরুণের কথা শোনার পাত্র নন ভাইজান। তাঁর সোজাসাপ্টা জবাব, ‘‘ভেড়িয়া যা করে, সেই ভাবে পশ্চাৎদেশে কামড়াও।’’ কিন্তু সালমানের এই কাণ্ড হেসেছেন কৃতি শ্যানন। অভিনেতার আচরণ দেখে হতবাক বরুণ। কিন্তু সালমান পুরো কাজটাই করেছেন মজার চলে।
তবে তার মুখ থেকে এমন কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারছেন না তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খীরা। শুধু অভিনয়েই নয়, বাস্তব জীবনেও যে তিনি একজন রসিক মানুষ তার বোঝা গেল।