দেশে আবারো শুরু হয়েছে নতুন এক আলোচনা। আর এই আলোচনা হলো সাজা প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পিএস এর জামিন এর জন্য আদালতে লড়ছেন আওয়ামীলীগের দুবারের মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ নিয়ে এখন সর্বত্র শুরু হয়েছে সমালোচনা। আর এই বিষয় নিয়েই এবার ফেসবুকে বিশেষ লেখনী লিখেছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
এডভোকেট কামরুল ইসলাম সাহেব, দুইবার মন্ত্রী, বর্তমানে দলের প্রেসিডিয়াম সদস্য।নিশ্চয় তিনি এমন কিছু করবেন না, যা দলীয় নীতির বাইরে যায়।তিনি শুধু,তারেক রহমানের পিএসের জামিনের জন্য কোর্টে ওকালতি করছেন।
নুরুদ্দিন অপু মানি লন্ডারিংয়ের ব্যাপক অবৈধ টাকাসহ গত নির্বাচনের আগে ধরা খেয়েছিলো। কামরুল সাহেব,ওকালতি ফি পেয়েছেন, অপুর পক্ষে কোর্টে দাঁড়িয়েছেন। হিসাব খুব সহজ, এখানে কি কোনো ভ্যাজাল আছে?
এই ষ্ট্যাটাস দেয়ার উদ্দেশ্য হচ্ছে, এই সম্প্রীতিতে উৎসাহিত হয়ে আপনি আবার প্রতিপক্ষের সাথ সম্প্রীতি করতে যাইয়েন না। এমনকি কোন সামাজিক অনুষ্ঠান কিংবা জানাজাতেও কোন ছবি তুলবেন না।তাহলে কিন্তু, আপনার রাজনীতির বারোটা বেজে যাবে।কারণ,এইসব নিয়ম শুধু উপর মহলের জন্য প্রযোজ্য থাকে।
(ইহা একটি সচেতনতামূলক পোষ্ট)
প্রসঙ্গত, এ দিকে সাবেক আইনমন্ত্রী কামরুল হাসান জানিয়েছেন তিনি যার হয়ে কেস লড়ছেন তিনি যে তারেক রহমানের পিএস তা জানতেন না তিনি। আর এই কারণেই তিনি লড়েছেন। তিনি আরো জানান এই বিষয়টি কেসের কোনো নথিপত্রেও লেখা ছিল না।