আবারো বিপাকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জানা গেছে আজই গ্রেফতার হতে পারেন তিনি। আর এই কারণে সব প্রস্তুতি ইতিমধ্যে করা হয়েছে সম্পন্ন।গ্রেফতারের উদ্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের লাহোরের জামান পার্কের বাড়িতে হানা দিতে পারে পুলিশ।
সোমবার, ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত হুমকির একটি মামলায় অতিরিক্ত দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ইসলামাবাদের আদালত পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। জিও টিভির খবর।
এর আগে তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে আদালতের নির্দেশ না মানার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং পরে তা বাতিল করা হয়।
এ ঘটনায় একাধিকবার ওয়ারেন্ট জারি ও বাতিল হয়েছে। এবার বিচারককে হুমকি দেওয়ার মামলায় পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসেই আরো একবার ইমরান খানকে গ্রেফতারের প্রস্তুতি নেয়া হয়েছিল। তবে সে সময়ে তাকে করা হয়নি গ্রেফতার। সে সময়ে পাকিস্তানের স্বরাষ্টমন্ত্রী বলেছিলেন, ইমরান খান গ্রেফতার এড়াতে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে ছিলেন।