চলতি বছরের শুরুতেই স্বামী ও অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলাসহ গুরুতর অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দেন ঢাকায় সিনেমা তুমুল জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমনি। এমনকি রাজের ঘর থেকেও বেরিয়ে আসেন তিনি। তবে পরবর্তীতে মান-অভিমান ভুলে ঠিকই স্বামীর ঘরেই ফিরে আসেন তিনি।
এরই মাঝে সাত মাস পূর্ণ করল পরীমনি ও শরিফুল রাজের একমাত্র ছেলে রাজ্য। এবার স্বামীর প্রতি আবার অভিযোগের সুর অভিনেত্রীর কণ্ঠে। রাত ফুরিয়ে যায়, তবে স্বামীর যে কাজ শেষ হয় না, তাই নিয়ে অনুযোগ পরীমনির।
অভিনেত্রী বলেন, তার স্বামী একজন বইয়ের পোকা। সারারাত বই পড়ে। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পেজে অভিযোগের সুরে লিখেছেন- ‘আমাদের বাড়িতে একটা বইয়ের পোকা আছে। রাত শেষ হয়, কিন্তু তার পড়া শেষ হয় না।
কিছুদিন আগে ছেলেটি রাজ্যের ছবি দিয়ে পরীমনি লিখেছিল- যাকে ভালোবাসেন তার পাশে ঘুমালে দ্রুত ঘুম আসে, বিষণ্নতা দূর হয়, আয়ু বৃদ্ধি পায়।
পুরনো মূল্যবোধ ভুলে স্বামী-সন্তানকে নিয়ে সুখী জীবনযাপন করছেন এই অভিনেত্রী।
২০২১ সালের মাঝা মাঝি সময়ে অনেকটা লুকিয়ে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে এক ছেলে সন্তানের অভিভাবক এই তারকা দম্পতি।