বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী ও সমাজসেবক তাসরিফ খান। খুব অল্প সময়ের মধ্যেই ‘গান’ গেয়ে যত না জনপ্রিয়তা পেয়েছেন, এর থেকেও বিপদগ্রস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে কুড়িয়েছেন কোটি কোটি মানুষের ভালোবাসা। তবে এই মুহূর্তে খুব একটা ভালো নেই গুণী এই তারকা। গেল কয়েকদিন আগেই ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন তিনি।
তাসরিফ এমন রোগে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাতে দেশের আলোচিত ইউটিউবার হিরো আলম লাইভে বলেন, ‘আল্লাহ চাইলে এক মিনিটে মানুষকে উৎখাত করতে পারেন। আপনারা সবাই জানেন, তাসরিফ খান তার একটি চাক্ষুষ প্রমাণ। তবে তিনি খুব ভালো গান করেন, গায়ক। আল্লাহ তার কণ্ঠে বরকত দিয়েছেন। আজ তার মুখের কি হয়েছে, দেখেন? পক্ষাঘাতে মুখ বাঁকা। এটা অহংকার পতন।
হিরো আলমের মন্তব্যের পর শনিবার রাতে ফেসবুক লাইভে আসেন সংগীতশিল্পী তাসরিফ খান। এ সময় তিনি হিরো আলম সম্পর্কে বলেন, “হিরো আলম সাহেব, আপনার সম্পর্কে আমার কিছু বলার আছে। গতকাল বিকেলে আমি একটি লাইভ দেখলাম আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আমি আপনার অভিশাপের কিছুই মনে করিনি।
বললেন, কিন্তু আমার একটা কথা আছে। আপনি লাইভে গিয়ে আমাকে ব্যঙ্গ করেছেন অভিশাপ দিয়েছেন। আপনি বলেছেন যে, চাঁদপুরের কোনো একটা কনসার্টে আমার যাওয়ার কথা ছিল যেখানে আপনারও আসার কথা ছিল। সেখানে আমি নাকি বলেছি আপনি আসলে আমি যাব না। আপনাকে দেওয়া তথ্য ভুল ছিল।
তিনি আরও বলেন, আমি আপনাকে বলতে চাই আপনার সাহস ও নিষ্ঠাকে আমি সম্মান করি। আমি আপনার সাহসকে সম্মান করি। আমরা প্রায়ই মানুষের কথা শুনে ভেঙে পড়ি। আপনার কাছ থেকে এই জিনিস শেখার আছে। আমি আপনার প্রতিটি ভাল কাজ সম্মান করি। কিন্তু আমার সম্পর্কে আপনার সেই ধারণা ভুল। কোন কারনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আল্লাহ আপনাকে রহমত করুক।
দপুরের ওই কনসার্টে হিরো আলম থাকলে তাসরিফ থাকবেন না তথ্যটি মিথ্যা। তাসরিফের দাবির পর হিরো আলম বলেন, তাসরিফ এখন মিথ্যা বলছে। তখন কিন্তু ঠিকই আমাকে ছোট করেছিল। এখন মানুষ খারাপ বলছে তাই অস্বীকার করছে।
এদিকে গুণী এই শিল্পীকে নিয়ে হিরো আলমের এমন মন্তব্য মেনে নিতে পারছেন তাসরিফের ভক্ত শুভাকাঙ্খীরা। সোশ্যাল মিডিয়ায় হিরো আলমকে নিয়ে একের পর নেতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে তাদেরকে।