Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / আমি আমার বাবা-মার কথাই শুনি না, আর তো ইলিয়াস কাঞ্চন: জায়েদ

আমি আমার বাবা-মার কথাই শুনি না, আর তো ইলিয়াস কাঞ্চন: জায়েদ

জায়েদ খান এখন পর্যন্ত বিয়ে না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হচ্ছে বেশ কয়েক বছর ধরে। অন্য দিকে জায়েদের কারনে আমরিকা যেতে পারছে না নূতন। এসকল প্রসঙ্গ নিয়ে যোগাযোগ মাধ্যমে বিপুল ভাবে সমালোচিত হওয়ার পরেও বিষয় গুলোকে গায়ে মাখছে না জায়েদ।

শুধু সাংবাদিকরাই জায়েদ খানকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন না। তিনি জুনিয়র, সমসাময়িক এবং সিনিয়র সহকর্মীদের কাছ থেকেও এমন প্রশ্ন শুনেন।

একবার শিল্পী সমিতির নির্বাচন সংক্রান্ত জটিলতায় জায়েদকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। সে প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমি আমার বাবা-মার কথা শুনি না, আর তো ইলিয়াস কাঞ্চন।
গত শুক্রবার (১০ মার্চ) ছাত্রলীগের সাবেক সম্পাদক আল নাহিয়ান খান জয় ও আওয়ামী লীগের আইন উপ-কমিটির সদস্য বায়োজিদের বিয়ের দুটি ছবি শেয়ার করেন জায়েদ খান। আর সেই পোস্টের কমেন্টে দুঃখ প্রকাশ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন।

কমেন্টে নূতন মজা করে লিখেছেন, তোমার (জায়েদ খান) বিয়ের জন্য আমি এখনো আমেরিকা যাচ্ছি না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি তোমার বিয়ে দেখে মরবো। জায়েদ খান এ বিষয়ে কোনো জবাব দেননি।

অভিনেতা জায়েদ খানের বয়স কত? জায়েদ খানকে এই প্রশ্ন করলে তিনি বলতে পারেন যে আমি এখনও ১৮-২০-এর তরুণ। তবে উইকিপিডিয়া বলছে জায়েদ খানের বয়স প্রায় ৪০। এই নায়ক এখনো বিয়ে করেননি। আর বিয়ের অপেক্ষায় আমেরিকা যাওয়া বন্ধ করে দিয়েছেন এক নায়িকা!

বয়স বৃদ্ধি হওয়ায় পারিবারিক দিক থেকে জায়েদ চাপের মুখে রয়েছে। সে কেন এখনো পর্যন্ত বিয়ে করছে তার নির্দষ্ট কোন কারন জানানি তিনি। ভক্তরাও তার বিয়ে করার শুখবর শুনতে আগ্রহি। এখন শুধু অপেক্ষা।

About Babu

Check Also

পরকীয়ায় জন্ম এই জনপ্রিয় অভিনেত্রীর, তাই বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে অন্যায় মনে করে না

বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমাদের সমাজ ঘূর্ন চোখে দেখে। তবে এই অভিনেত্রী এই সম্পর্ককে অন্যায় মনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *