বর্তমানে অনেক প্রেমিক যুগল বিয়ের আগে তার প্রেমিকের সাথে লিভ টুগেদারে থাকার অফার করে। কারন তারা দেখতে চায় বাকি জীবন তারা একসথে থাকতে পারবে কিনা। তবে ডেটিং অ্যাপে পরিচিত হওয়া অপরিচিত মানুষের সাথে লিভ টুগেদার করতে গিয়ে নিজের প্রাটাই হারালেন অর্চনা নামের এক সুন্দরী বিমানবালা।
শনিবার বেঙ্গালুরুতে চতুর্থ তলার বারান্দা থেকে পড়ে মারা যান বিমানবালা অর্চনা ধীমান। এ জন্য তার প্রেমিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। অনলাইন এনডিটিভি এ খবর দিয়েছে। বলা হচ্ছে, ঘটনার মাত্র চার দিন আগে দুবাই থেকে বেঙ্গালুরু পৌঁছেছিলেন অর্চনা।
এরপর রেণুকা রেসিডেন্সি সোসাইটির একটি অ্যাপার্টমেন্টে ২৮ বছর বয়সী অর্চনা তার প্রেমিক আদেশের সঙ্গে থাকতেন। নির্দেশ ওই শহরের একটি সফটওয়্যার কোম্পানির কারিগরি কর্মী। একটি ডেটিং সাইটে অর্চনার সঙ্গে দেখা হয় তার।
এরপর ৬ মাস তাদের মধ্যে সম্পর্ক চলছিল। জিজ্ঞাসাবাদে আদেশ বলেন, তাদের মাঝে মাঝে ঝগড়া হতো। ঘটনার রাতে দুজনেই মদ্যপান করেছিল। পুলিশকে নির্দেশ, অর্চনা এক পর্যায়ে বারান্দা থেকে পিছলে পড়েন। তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদেশের ভূমিকা সন্দেহে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
এই ঘটনার আসল রহস্য এখনো অমিমাংশিত কারন কি ভাবে প্রমানিত নয় যে ওই যুবকই অর্চনাকে নিথর করেছে। অনেকে ধারনা করেছেন অর্চনা অনেক মদ পান করার ফলে নিজের ভার্ষম্য হারিয়ে নিচে পড়ে মারা যেতে পারে।