Wednesday , March 22 2023
Breaking News
Home / Countrywide / হজযাত্রীদের বিমানভাড়া নিয়ে যে কথা বললেন হাইকোর্ট

হজযাত্রীদের বিমানভাড়া নিয়ে যে কথা বললেন হাইকোর্ট

২০২৩ সালের হজ পালনেচ্ছুক প্রাথমিক নিবন্ধনকারীদের একটি বড় অংশ চূড়ান্তভাবে নিবন্ধন করেননি। কারন হিসেবে এবারের হজ প্যাকেজের খরচ মাত্রাতিরিক্ত যেটা অনেকের পক্ষে বেশি, এমন অভিযোগ উঠেছে। হজের খরচের বিষয়টি নিয়ে হজ প্যাকেজ ২০২৩ সংশোধনের জন্য আদালতে রিট দায়েরের পর আদালত ভিন্ন এক মন্তব্য করেন।

হজযাত্রীদের বিমান ভাড়া অমানবিক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৪ মার্চ) হজ প্যাকেজ ২০২৩ সংশোধনের রিটের শুনানির দিন ধার্য করে আদালত এ মন্তব্য করেন।

শুনানিকালে আদালত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো বিমানে হজযাত্রীদের ভ্রমণের সুযোগ না দেওয়া এবং হজযাত্রীদের কাছ থেকে ৬০ হাজার টাকা বেশি নেওয়ার ঘটনা ‘অমানবিক’।

এ সময় তিনি ধর্ম মন্ত্রণালয়কে ‘অথর্ব মন্ত্রণালয়’ হিসেবে মূল্যায়ন করে হজের ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষো”ভ প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীকে ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে বলেন আদালত। হজ প্যাকেজ নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আছে কি না, তা জানাতে বলা হয়েছে আদালতকে।

এর আগে গত ৬ মার্চ হজ প্যাকেজ সংশোধন ও খরচ কমাতে ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হয়।

ওই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল-কুরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়ে এই নোটিশ পাঠান। বুধবার এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

যেসব দেশ থেকে সর্বাধিক সংখ্যক মুসল্লিরা হজ পালন করে থাকেন তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এবার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের হজ যাত্রীদের খরচ সবচেয়ে বেশি করতে হচ্ছে। অনেকে এই খরচ মেটাতে না পেরে এবারের হজ পালন না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

About bisso Jit

Check Also

জানি না কাল আমার সঙ্গে কী হবে, বাঁচি আর না বাঁচি এ কথা আমার মনে থাকবে: আরাভ খান

সম্প্রতি ‘পু’লি’শ ‘নি’হ”ত” মা”ম’লার অ’ন্যতম আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ঘিরে রীতিমতো সারা-দেশজুড়েই শুরু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *