Wednesday , March 22 2023
Breaking News
Home / Countrywide / স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়ে আর বাড়ি ফেরা হলো না জাহিদের, দেখা হলো না অনাগত সন্তানের মুখ

স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়ে আর বাড়ি ফেরা হলো না জাহিদের, দেখা হলো না অনাগত সন্তানের মুখ

স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়ে আর বাড়ি ফেরা হলো না জাহিদের। অনাগত সন্তানকে না দেখেই চিরতরে পৃথিবির মায়া ত্যাগ করেছেন তিনি। তবে প্রাকৃতিক নিয়মে নয় তাকে নিথর করা হয়েছে। যার জন্য দায়ী মৌমাছি। শুনতে অবাক লাগলেও এটাই ঘটেছে জাহিদের সাথে।

 

যশোরের ঝিকরগাছায় মৌমাছির কামড়ে জাহিদ হাসান আকাশ (২৫) নামে এক যুবকের মৃ “ত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। জাহিদ হাসান আকাশ একই উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে।

 

আকাশের ছোট ভাই রহুল হোসেন জানান, ভাই গর্ভবতী স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সকালে হাসপাতালের ভেতরে কয়েকটি মৌমাছির কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে খবর পেয়েছিলাম। এরপর হাসপাতালে গিয়ে দেখি অবস্থা খারাপ। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ “ত ঘোষণা করেন।

 

রাহুল বলেন, মৌমাছি বাবিকেও কামড় দিয়েছে। আমি মনে করি আপনি এখন সুস্থ। ভাই আকাশ মৌমাছির কামড়ে স্ট্রোক করে মারা যান। ভাবীর আজ সিজারিয়ান করার কথা ছিল। স্বামীকে হারিয়ে তিনি হতবাক।

 

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদুল আলম জানান, ভোর ৫টার দিকে আকাশ গুরুতর অসুস্থ হয়ে পড়লে নার্সরা কর্তব্যরত চিকিৎসককে খবর দেন। কিন্তু তখন রোগীর অবস্থা খুবই খারাপ ছিল এবং কেউ বলতে পারেনি কী তাকে কামড় দিয়েছে। তখন তিনি মারা যান।

 

এই ঘটনা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।  তারন অনাগত সন্তান পৃথিবিতে আসার পূর্বেই এতিম হয়েছে। যে বিষয়টি কোন ভাবে মেনে নিতে পারছেনা প্রয়াত জাহিদের স্ত্রী।

About Babu

Check Also

বাধ্যতামূলক করা হচ্ছে ভূমি বণ্টননামা, যে সুফল পাবে মানুষ

জমি বিরোধের ঘটনা নতুন কোনো বিসয় নয় আমাদের দেশে। দেশে ভূমি সংক্রান্ত আইনের অভাব নেই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *